সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগে 'উঠতি' হিন্দু নেতাদের সাবধান করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁকে বলতে শোনা গিয়েছিল, কিছু মানুষ স্রেফ নেতা হওয়ার জন্য অন্যের ধর্মস্থান দখলের চেষ্টা করছেন। এবার তাঁকে পালটা নিশানা করলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তাঁর বক্তব্য, হিন্দুদের যন্ত্রণা বুঝতে পারছেন না আরএসএস প্রধানই!
দিন কয়েক আগে পুণেতে ‘বিশ্বগুরু ভারত’ শীর্ষক এক অনুষ্ঠানে সরসংঘপ্রধান মোহন ভাগবত বলেন, “রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয়। হিন্দুরা চাইছিলেন মন্দির নির্মাণ হোক। রাম মন্দির নির্মাণটা তাই জরুরি ছিল। কিন্তু শুধু ঘৃণা আর শত্রুতার বশবর্তী হয়ে অন্য কোনও জায়গা নিয়ে এই ধরনের ইস্যু তৈরির চেষ্টা করলে সেটাকে সমর্থন করা যাবে না।” সংঘপ্রধান সাফ বলে দেন, “উগ্রতা, ধর্মীয় আগ্রাসন, পেশিশক্তির প্রদর্শন, অন্য ধর্মের অপমান, এসব আমাদের সংস্কৃতির অংশ নয়।”
ভাগবতের মন্তব্য ভালোভাবে নেননি উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি বলছেন, হিন্দুদের দুর্দশা বুঝতে পারছেন না। আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে মন্দির ভাঙা হচ্ছে। তাঁর বক্তব্য, হিন্দুরা যদি বেদখল হয়ে যাওয়া মসজিদ পুনরুদ্ধার করার চেষ্টা করে তাহলে তাতে দোষের কী আছে? ওই শঙ্করাচার্যের দাবি, দেশের সব বেদখল হয়ে যাওয়া মন্দিরের তালিকা করা উচিত। তারপর একে একে সেগুলি পুনরুদ্ধার করা উচিত।
সংঘপ্রধান দাবি করেছিলেন, অনেকেই হিন্দু সম্প্রদায়ের নেতা হওয়ার আশায় বাবরির মতো ইস্যু খুঁচিয়ে তোলার চেষ্টা করছেন। সেটা বন্ধ হওয়া উচিত। শঙ্করাচার্য বলছেন, সাধারণ হিন্দুদের নেতা হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নেই। তিনি নিজেও হিন্দুদের নেতা হওয়ার আকাঙ্ক্ষা রাখেন না। তবে সংঘপ্রধানের উচিত সাধারণ হিন্দুদের দুর্দশা বোঝা।