সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৫ সালে বিশ্ব চলচ্চিত্র জগৎকে চমকে দিয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং৷’ তাও আবার ছবি মুক্তির আগেই৷ সবচেয়ে বড় ছবির পোস্টার সামনে এনে তাক লাগিয়েছিলেন ছবির নির্মাতারা৷ যা জায়গা করে নিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে৷ এবার তাকে টেক্কা দিতে হাজির আপকামিং বাংলা ছবি ‘আমাজন অভিযান’-এর পোস্টার৷ শনিবার সন্ধেয় যা ঢেকে দিল গোটা মোহনবাগান মাঠকে৷
২০১৫ সালের জুনে কোচিতে সামনে এসেছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর পোস্টার৷ প্রায় ৫১ হাজার ৬০০ বর্গফুটের সেই পোস্টার বিশ্বের সবচেয়ে বড় সিনে পোস্টারের তকমা পেয়েছিল৷ আর এদিন মোহনবাগান মাঠে উপস্থিত দর্শকরা সাক্ষী থাকলেন ৬০ হাজার ৮০০ বর্গফুটের বিশালাকার এক পোস্টারের৷ যেখানে বিরাজ করছেন যুব প্রজন্মের হার্টথ্রব দেব৷ ‘আমাজন অভিযান’-এর যে পোস্টারে বড় বড় করে লেখা সবচেয়ে বেশি বাজেটের বাংলা ছবি৷ পোস্টারটি লম্বালম্বি রাখলে উচ্চতা হবে ৩২০ ফুট, আর চওড়ায় ১৯০ ফুট৷ শুনতে অবাক লাগতেই পারে৷ কিন্তু এ পোস্টারটি উচ্চতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, কুতুব মিনার এমনকী স্ট্যাচু অফ লিবার্টিকেও (৯৩ মিটার) পিছনে ফেলে দেবে৷ হ্যাঁ, এত বড় সত্যিকেই চাক্ষুস করলেন সিনেপ্রেমীরা৷
[ফাঁসি দেওয়া উচিত কমল হাসানকে, সুর চড়াল হিন্দু মহাসভা]
ফুটবল নয়, এদিন সবুজ-মেরুন মাঠ মেতে উঠেছিল শংকরকে নিয়ে৷ শংকর অর্থাৎ ‘আমাজন অভিযান’-এর দেব৷ ‘চাঁদের পাহাড়’ জয় করে ‘আমাজন অভিযান’-এ বেরিয়ে পড়েছে শংকর। লাতিন আমেরিকার দুর্গম আমাজন অববাহিকায় লুকিয়ে থাকা রহস্যের সমাধান করবে সে। সেই রহস্য, রোমাঞ্চ যে কতটা রোমহর্ষক, ছবির টিজারে ইতিমধ্যেই তার আঁচ মিলেছে। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে যে ছবি তৈরি হয়েছিল বছর চারেক আগে, তারই সিক্যুয়েল লিখেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়৷ বিখ্যাত সাহিত্যিকের উপন্যাসের চরিত্র নিয়ে তাতে নিজের ভাবনার রং মিশিয়েছেন পরিচালক৷ আর তাই ছবির প্রচারে এমনই চমক আনল এসভিএফ প্রোডাকশন৷
প্রযোজকদের তরফে জানানো হয়েছে, ৮০ জনের কঠোর পরিশ্রমে ৩২টি প্রিন্ট একসঙ্গে ব্যবহার করে তৈরি হয়েছে পোস্টারটি৷ এসভিএফ-এর ডিরেক্টর ও কর্ণধার মহেন্দ্র সোনি বলছেন, “বাংলা ছবিকে নয়া উচ্চতায় পৌঁছে দিতেই এই প্রয়াস৷ টলিউডের সবচেয়ে দামী ছবিটি বড়দিনে মুক্তি পাবে একাধিক ভাষায়৷”
[নির্বাচনের জন্য স্থগিত রাখা যাবে না ‘পদ্মাবতী’র মুক্তি, জানাল কমিশন]
The post ‘আমাজন অভিযান’-এর চোখ ধাঁধানো পোস্টারে বুঁদ শহরবাসী, উচ্ছ্বসিত দেব appeared first on Sangbad Pratidin.