shono
Advertisement

Breaking News

বিচ্ছেদের গুঞ্জনে বিরক্ত ধনশ্রী, একহাত নিলেন নেটিজেনদের, সমর্থন চাহালেরও

লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আপাতত শয্যাশায়ী চাহালপত্নী।
Posted: 04:56 PM Aug 21, 2022Updated: 05:35 PM Aug 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই নেটদুনিয়ায় জল্পনা ছড়িয়েছিল, বিচ্ছেদ হতে চলেছে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার। এমনকী তাঁরা ডিভোর্সের মামলা দায়ের করেছেন বলেও খবর ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে দুজনেই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। এবার নিন্দুকদের একহাত নিয়ে ইনস্টাগ্রামে সরব হলেন ধনশ্রী (Dhanasree Verma)। তাঁর পাশে দাঁড়ালেন ভারতীয় লেগস্পিনারও।

Advertisement

দীর্ঘ পোস্টে ধনশ্রী জানিয়েছেন,নাচ করতে গিয়ে তাঁর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। প্রচণ্ড গুরুতর আঘাত লাগার ফলে প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে তাঁর কেরিয়ার। সেই অপারেশন করাতে গিয়ে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন তিনি। এহেন পরিস্থিতিতেই নেটদুনিয়ায় শুরু হয় তাঁর বিচ্ছেদের গুঞ্জন। তার প্রভাবেও বেশ ভেঙে পড়েছেন ধনশ্রী। তিনি বলেছেন, গত ১৪ দিন ধরে আমি শুধু বিছানা থেকে বাথরুমে যেতে পারছি, তাও চিকিৎসকের সাহায্যে। কিন্তু এই কঠিন সময় কাটিয়ে উঠতে আমার প্রিয় মানুষজন প্রচুর সাহায্য করেছেন। আমার স্বামী, পরিবার, বন্ধু সকলেই আমার পাশে দাঁড়িয়েছেন। তাই আমি উপলব্ধি করেছি, আমার পাশে সকলেই রয়েছেন। তাই নিজেকে দুর্বল ভাবার কোনও কারণ নেই।” 

[আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় মুখ ঢেকে স্কুটিতে ঘুরছেন বিরাট, সঙ্গে অনুষ্কা, ভাইরাল ছবি]

নেটিজেনদের একহাত নিয়ে ধনশ্রী বলেছেন, “যে সময় সকলের সমর্থন দরকার ছিল, সেই সময়ে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু হল। সমস্ত বিষয়টি খুবই কষ্টকর ছিল আমার জন্য। কিন্তু এখন সেইসব যন্ত্রণা কাটিয়ে উঠেছি আমি। আপনাদের কটাক্ষ সহ্য করতে গিয়ে আমার মানসিক শক্তি বেড়ে গিয়েছে। আমি বুঝেছি, মানুষ সবসময়ই নিন্দা করবে। কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে হবে।” পোস্টের শেষে ডিভিসি বলে সই করেছেন তিনি,অর্থাৎ ধনশ্রী ভার্মা চাহাল।

ধনশ্রীর পোস্টে কমেন্ট করেছেন যুজবেন্দ্র চাহালও (Yuzvendra Chahal)। শক্তিশালী হাতের ইমোজির সঙ্গে তিনি লিখেছেন, মাই ওম্যান। প্রসঙ্গত, কিছুদিন আগেই দেখা যায়, ইনস্টাগ্রামে নিজের নাম থেকে চাহাল পদবিটি সরিয়ে দিয়েছেন ধনশ্রী। কাছাকাছি সময়েই ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেন লেগস্পিনার। সেখানে লেখা রয়েছে, ‘নিউ লাইফ লোডিং’ অর্থাৎ নতুন জীবন শুরু করছি। তারপরেই ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়, তাহলে কি বিচ্ছেদের (Yuzevendra Chahal Break Up) পথে হাঁটছেন যুজবেন্দ্র চাহাল? গুজবে কান দেবেন না, এই বার্তা দিয়ে পোস্ট করেছিলেন চাহাল। ধনশ্রীর পোস্টের পরে জল্পনায় ইতি পড়ল, এমনটাই আশা করছে ভক্তরা।

[আরও পড়ুন: অবসর নিয়ে ‘বিভ্রান্তি’, এখনও নীরব ঝুলন গোস্বামী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement