সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে ভারতীয় দল। এখনও পর্যন্ত মোট তিনটি ম্যাচ খেলেছে ভারত। হংকং মেন-ইন-ব্লু কে কিছুটা বেগ দিলেও দুই শক্তিশালী প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তানকে কার্যত দুরমুশ করে ছেড়েছে রোহিত-ব্রিগেড। দু’টি কঠিন ম্যাচেই বিপক্ষকে বিন্দুমাত্র সুযোগ দেয়নি ভারত। ভারতের এই সাফল্যের জন্য টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যকেই বাহবা দিতে হবে কিন্তু। এর সিংহভাগ কৃতিত্ব অবশ্যই শিখর ধাওয়ানের। টুর্নামেন্টের ৩টি ম্যাচে ২১৩ রান করে ফেলেছেন গব্বর। গড় ৯৬.৩৮। সর্বোচ্চ স্কোরারদের তালিকায় তাঁর ধারেকাছে নেই অন্য কেউ।
[টিম রোহিত যেন বুর্জ খলিফার হীরক ভাণ্ডার]
ব্যাট হাতে তো ধাওয়ান দুর্দান্ত ফর্মে আছেনই। কিন্তু তাঁর নতুন রেকর্ডটি ব্যাট হাতে আসেনি। এসেছে ফিল্ডিং থেকে। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে চারটি ক্যাচ ধরেন ধাওয়ান। নাজমুল হোসেন শান্ত, সাকিব-আল হাসান, মেহেদি হাসান এবং মুস্তাফিজুর রহমানের ক্যাচ মুঠোবন্দি করেন ধাওয়ান। এর আগে উইকেটরক্ষক ছাড়া মাত্র ৬ জন ভারতীয় ক্রিকেটারের এক ম্যাচে ৪ টি ক্যাচ নেওয়ার রেকর্ড আছে।
[বলিউডে পা রাখছেন বিরাট! প্রকাশ্যে ছবির পোস্টারও]
তালিকায় নাম রয়েছে কিংবদন্তীদের। ১৯৮৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে শারজাতে ৪ টি ক্যাচ নিয়েছিলেন সুনীল গাভাসকার। ১৯৯৭ সালে টরেন্টোতে পাকিস্তানের বিরুদ্ধেই ৪ টি ক্যাচ নিয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯৮ সালে ঢাকায় ফের পাকিস্তানের বিরুদ্ধে ৪ টি ক্যাচ নিয়েছিলেন শচীন তেণ্ডুলকর। রাহুল দ্রাবিড় ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচে ৪ টি ক্যাচ নেন। ২০০৩ সালে জোহানসবার্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ম্যাচে ৪টি ক্যাচ নিয়েছিলেন মহম্মদ কাইফ। ভিভিএস লক্ষ্মণ ২০০৪ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে পারথে ৪ টি ক্যাচ নেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ধাওয়ানও। আন্তর্জাতিক স্তরে এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটি অবশ্য রয়েছে জন্টি রোডসের নামে। ১৯৯৩ সালে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ টি ক্যাচ নেন রোডস।
The post বাংলাদেশের বিরুদ্ধে বিরল রেকর্ড গড়ে কিংবদন্তীদের তালিকায় ধাওয়ান appeared first on Sangbad Pratidin.