সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবৃষ্টির ঘটনার পর থেকে একের পর এক গ্রেপ্তারির ঘটনা ঘটছে। এদিকে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে নাকি সলমন খানকে (Salman Khan) নয়া নিদান দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অল ইন্ডিয়া বিষ্ণোই সোসাইটির প্রেসিডেন্ট দেবেন্দ্র বুদিয়া জানিয়েছেন সলমন যদি ক্ষমা চান তাহলে তাঁরা সে বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন।
'হাম সাথ সাথ হ্যায়' সিনেমার শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে। এর পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের রোষানলে বলিউডের সুলতান। কারণ কৃষ্ণসার হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের কাছে দেবতুল্য। এর আগে একাধিকবার সলমনকে প্রাণনাশের হুমকি দিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। পয়লা বৈশাখের নেপথ্যেও তাঁর ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: ‘ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কীভাবে FIR?’ সন্দেশখালির ভাইরাল ভিডিও মামলায় প্রশ্ন হাই কোর্টের]
সলমনের বাড়িতে হামলার ঘটনায় এখনও পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের আবার হাজতেই মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতেই দেবেন্দ্র বুদিয়া বলেন, "বিষ্ণোই সমাজের কাছে ওকে (সলমন খান) ক্ষমার আর্জি জানাতে হবে। মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে আর কোনওদিন এই ধরনের কোনও ভুল করবে না বলে শপথও নিতে হবে, আর বন্যপ্রাণ রক্ষার কাজে ব্রতী হতে হবে। যদি তা করে, তাহলে বিষ্ণোই সমাজ ওকে ক্ষমা করার কথা ভাববে।"
সূত্রের খবর মানলে, পয়লা বৈশাখের হামলার মাস্টারমাইন্ড লরেন্সের ভাই অনমোল বিষ্ণোই। ১৪ এপ্রিলের পরই সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে এই নামের প্রোফাইল থেকেই হামলার দায় স্বীকার করা হয়েছিল। শোনা যায়, হামলার আগে ১২ এপ্রিল সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে রেইকি করে ভিডিও তোলা হয়েছিল। সেই ভিডিও অনমোলকে পাঠানো হয়। ভিডিও দেখে দুই শুটারকে হামলার নির্দেশ দেয় অনমোল। কীভাবে কী করতে হবে, তাও নাকি জানায়। আর এর জন্য তাঁরা তিন লক্ষ টাকা পেয়েছিল।
[আরও পড়ুন: GI তকমার পর বিদেশ সফরে সুন্দরবনের মধু, গন্তব্য কোথায়?]