shono
Advertisement

Breaking News

মধ্যবিত্তদের জন্য সুখবর, একধাক্কায় অনেকটা দাম কমল পেট্রল ও ডিজেলের

কলকাতায় পেট্রলের দাম লিটারপিছু ৭২.৯৮ টাকা। The post মধ্যবিত্তদের জন্য সুখবর, একধাক্কায় অনেকটা দাম কমল পেট্রল ও ডিজেলের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:02 AM Mar 11, 2020Updated: 11:03 AM Mar 11, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোলের পরই সুখবর। দাম কমল পেট্রল ও ডিজেলের। দিল্লিতে পেট্রলের দাম কমেছে ২.৬৯ টাকা। ডিজেলের দাম কমেছে ২.৩৩ টাকা। তেলের দাম কমেছে কলকাতাতেও। বুধবার কলকাতায় পেট্রলের দাম প্রতি লিটার ৭২.৯৮ টাকা ও ডিজেলের দাম লিটারপিছু ৬৫.৩৪ টাকা হয়েছে।

Advertisement

মঙ্গলবার দিল্লিতে পেট্রলের দাম ছিল প্রতি লিটার ৭২.৯৮ টাকা। বুধবার তা কমে গিয়ে হয়েছে প্রতি লিটার ৭০.২৯ টাকা। আর ডিজেলের দাম যেখানে ছিল লিটারপিছু ৬৫.৩৪ টাকা, তাও কমে গিয়েছে। বুধবার রাজধানীতে ডিজেলের দাম হয়েছে ৬৩.০১ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরুতে বুধবার এক লিটার পেট্রল ৭২.৭০ ও ডিজেল ৬৫.১৬ টাকায় বিকোচ্ছে। চেন্নাইয়ে ডিজেলের দাম ৬৬.৪৮ টাকা ও পেট্রলের দাম ৭৩.০২ টাকা। অপেক্ষাকৃত মুম্বইয়ে দাম বেশি জ্বালানি তেলের। এখানে লিটারপিছু পেট্রলের দাম ৭৫.৯৯ ও ডিজেলের দাম ৬৫.৯৭ টাকা।

[ আরও পড়ুন: এবার বিজেপির টার্গেট রাজস্থান! পাইলটকে সামলে রাখতে আগেভাগে সতর্ক হচ্ছে কংগ্রেস ]

বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় তার প্রভাব পড়েছে অর্থনীতির উপরেও। করোনার প্রভাবে ডলারের তুলনায় পড়েছে টাকার দাম। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দামও পড়েছে। আর তার ফলেই ভারতেও পেট্রল ও ডিজেলের দাম কমেছে।

[ আরও পড়ুন: ‘মাসের পর মাস দেখাই করেননি’, দলত্যাগের দায় রাহুলের উপর চাপালেন সিন্ধিয়ার ভাই ]

The post মধ্যবিত্তদের জন্য সুখবর, একধাক্কায় অনেকটা দাম কমল পেট্রল ও ডিজেলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার