shono
Advertisement

কলকাতায় ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি, চাপা পড়ে মৃত ১

আহত দুই।
Posted: 08:16 AM Aug 17, 2023Updated: 10:15 AM Aug 17, 2023

নিরুফা খাতুন: কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। চাপা পড়ে মৃত ১। আহত দুই। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

বুধবার রাতে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটায় প্রায় ১০০ বছর পুরনো একটি বাড়ি ভেঙে পড়ে বলে খবর। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা। আহত এক নাবালক-সহ আরও দু’জন। আহতদের চিকিৎসা চলছে কলকাতা মেডিক্যাল কলেজে। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতা পুলিশের আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, আগেই বাড়িটিকে ‘বিপজ্জনক’ ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। সতর্কতামূলক বোর্ডও টাঙানো ছিল বাড়ির দেওয়ালে। তা সত্ত্বেও বাড়িটিতে প্রায় ৩০-৪০ জন বসবাস করছিলেন।

[আরও পড়ুন: পূর্ব বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানকে ১০ লক্ষ টাকা জরিমানার হুঁশিয়ারি হাই কোর্টের, কেন?]

উল্লেখ্য, বহুকালের পুরনো। মেরামতির অভাবে ভেঙে পড়তে পারে। পুরসভার হিসেবে কলকাতাজুড়ে এমন বাড়ির সংখ‌্যা হাজারদুয়েক। বর্ষার মরশুমে তাদের অবস্থা আরও মারাত্মক। এরই মধ্যে দু’টো বাড়ির বারান্দা ভেঙে পড়ে বুধবার। শহরের উত্তর আর দক্ষিণে দুই ঘটনায় কপালে ভাঁজ বিল্ডিং বিভাগের আধিকারিকদের।

পুরসভার বিল্ডিং বিভাগের ডিজি জানিয়েছেন, এইসব বাড়িগুলি বহুকাল আগে তৈরি। তারপর থেকে মেরামত হয়নি। কোথাও বাড়িওয়ালা ভাড়াটের দ্বন্দ্বের জন‌্য থমকে সারাইয়ের কাজ। কিছু বাড়ি রাস্তার উপরে। নীচ দিয়ে রোজ যাতায়াত করেন অগুনতি মানুষ।ফলে পরিস্থিতি যে কতটা বিপজ্জনক তা সহজেই অনুমান করা যায়। 

গত এক বছরে এমন চারশো বিপজ্জনক বাড়ি ভেঙেছে পুরসভা। কোথাও চূর্ণ করা হয়েছে রাস্তার ধারের ঝুলন্ত বিপজ্জনক বারান্দা। তবে অনেক বাড়ি তালাবন্ধ। মালিক প্রবাসে। ফলে সেখানে বাড়িভাঙা সম্ভব হয়নি। বুধবার সকালে ২০৭ বি লেক গার্ডেন্স ঠিকানায় একটি পুরনো বাড়ির বারন্দা ভেঙে পড়ে। স্থানীয় একটি বেসরকারি স্কুলের উলটোদিকের এই বাড়িটি দীর্ঘদিন ধরেই নড়বড় করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement