shono
Advertisement

‘আইপিএল থেকে কোটি কোটি টাকা আয় ছাড়া কিছুই তো নেই’, বোর্ডের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন বেঙ্গসরকার

নির্বাচকদের গভীরতা কম, বলছেন ভারতের প্রাক্তন তারকা।
Posted: 03:19 PM Jun 19, 2023Updated: 03:19 PM Jun 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপর্যয়ের পর থেকে প্রাক্তন ক্রিকেটাররা তোপ দাগছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন দেশের প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার (Dilip Vengsarkar)।

Advertisement

দেশের মাটিতে বিশ্বকাপের বল গড়াবে অক্টোবরে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত কি পারবে বদনাম ঘোঁচাতে? ২০১৩ সালের পরে আইসিসি-র কোনও ট্রফি ঘরে তোলেনি ভারত। এবার আইসিসি ট্রফি ঘরে আসবে কি না তা বলবে সময়।

[আরও পড়ুন: সবুজ বাঁচিয়ে নিরাপত্তায় জোর, ২০০ ই-গাড়ি আনছে লালবাজার, পেট্রোল পাম্পেই চার্জিং স্টেশন]

কিন্তু ভারতীয় ক্রিকেট যে রাস্তা ধরে এগোচ্ছে, তাতে একেবারেই খুশি নন মুম্বইকর। ভারতীয় ক্রিকেট কেবলমাত্র আইপিএল নিয়ে দম্ভ করতে পারে। কিন্তু পর্বত বাস্তবে মুষিক প্রসব করেছে। দিলীপ বেঙ্গসরকার বিসিসিআই-কে তোপ দেগে বলছেন, ”কাউকেই তো তৈরি করা হল না। যেরকম সূচি হয়, সেভাবেই খেলা হচ্ছে। কোনও উদ্দেশ্য নেই। কোনও লক্ষ্য নেই। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বলা হয় বিসিসিআই-কে। তাহলে বেঞ্চ স্ট্রেন্থ কোথায়? শুধু আইপিএল আছে, মিডিয়া স্বত্ত্ব বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করা হচ্ছে। এটাই একমাত্র সাফল্য হতে পারে না।”

অতীতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চিফ সিলেক্টর ছিলেন বেঙ্গসরকার। সেই তিনিই বর্তমান নির্বাচকদের তোপ দেগেছেন। ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নির্বাচকদের দূরদর্শিতার অভাব রয়েছে। বেঙ্গসরকার বলছেন, ”গত ছ-সাত বছর ধরে নির্বাচকদের দেখছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হল এদের মধ্যে দূরদর্শিতার অভাব রয়েছে, জ্ঞান কম এবং খেলাটা নিয়ে গভীরতা কম। যখন সবাইকে পাওয়া যাচ্ছে না বা একটা সিরিজের সঙ্গে আরেকটি সিরিজ ওভারল্যাপ করছে তখন শিখর ধাওয়ানকে অধিনায়ক করা হচ্ছে। এরকম সময়েই তো ভবিষ্যতের অধিনায়ককে দেখে নিতে হয়।” ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে একহাত নিলেন বেঙ্গসরকার।

[আরও পড়ুন: ‘পাক ক্রিকেট উন্নত, ভারতে না গেলে ক্ষতি নেই’, এদেশে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে তোপ মিয়াঁদাদের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement