shono
Advertisement
KKR

পুজো দিয়ে অনুশীলন শুরু নাইটদের, ক্যারিবীয় 'করব, লড়ব, জিতব'তে রাহানেদের নাচাবেন ব্র্যাভো

পুজো দিয়ে কলকাতায় অনুশীলন শুরু কেকেআরের।
Published By: Anwesha AdhikaryPosted: 07:35 PM Mar 12, 2025Updated: 08:01 PM Mar 12, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: আইপিএলের দামামা বেজে গেল শহরে। বুধবার শিবির শুরু করে ফেলেছে কেকেআর। অনুশীলনের আগে উইকেট পুজো করলেন অজিঙ্ক রাহানে-চন্দ্রকান্ত পণ্ডিতরা। তবে এবার আইপিএলে কেকেআর শিবিরকে চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন ডিজে ব্র্যাভো। গোটা মরশুমজুড়ে দল যেন আনন্দে মেতে থাকে, তার জন্য বিরাট পরিকল্পনা সেরে ফেলেছেন নাইটদের নতুন মেন্টর।

Advertisement

ক্রিকেটার হলেও গায়ক হিসাবে ব্র্যাভোর জনপ্রিয়তা নেহাত কম নয়। জন্মভূমি ত্রিনিদাদেও গান ঘিরে হরেক কর্মকাণ্ড চালান তিনি। তরুণদের যুক্ত করেন নিজের গানের সঙ্গে। ক্রিকেট মাঠেও ব্র্যাভোর গান বেশ জনপ্রিয়। কেকেআর ফ্র্যাঞ্চাইজির দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে চারটি গান লিখে ফেলেছেন 'চ্যাম্পিয়ন' ব্র্যাভো। তবে এবার যেহেতু কলকাতার নাইট সংসারই তাঁর ঠিকানা, তাই কেকেআরের থিম সং 'করব লড়ব জিতব রে'কেই নতুন রূপ দিচ্ছেন ব্র্যাভো। ইতিমধ্যেই গানের ক্যারিবিয়ান ভার্সান তৈরি করে ফেলেছেন।

আগামী দেড় মাস রাহানেদের ড্রেসিংরুমে থাকবেন মেন্টর ব্র্যাভো। মাঠে ক্রিকেটীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি মাঠের বাইরে রাসেল-নারিনদের চাঙ্গা রাখার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পার্টির সময়ে দলকে নাচাবেন স্বয়ং ডিজে ব্র্যাভোই। 'লাইফ অফ পার্টি' হিসাবে বরাবরই পরিচিত ক্যারিবিয়ান তারকা। এবার কেকেআর শিবির মাতাবেন তিনি। জানা গিয়েছে, মেন্টর হিসাবে বিশেষ জার্সি পরবেন ব্র্যাভো। নিজের নাম নয়, তাঁর জার্সির পিছনে লেখা থাকবে 'মিস্টার চ্যাম্পিয়ন'।

অন্যদিকে, কলকাতায় শিবিরের প্রথম দিনে উইকেট পুজো করল কেকেআর। কোচ পণ্ডিতের প্রথা অনুযায়ীই শিবির শুরুর দিনে পুজো হল ইডেনে। নারকেল ফাটালেন নতুন অধিনায়ক রাহানে। হাজির ছিলেন রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায়ের মতো নাইট তারকারাও। সবমিলিয়ে, ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি নাইট বাহিনীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেটার হলেও গায়ক হিসাবে ব্র্যাভোর জনপ্রিয়তা নেহাত কম নয়। জন্মভূমি ত্রিনিদাদেও গান ঘিরে হরেক কর্মকাণ্ড চালান তিনি।
  • আগামী দেড় মাস রাহানেদের ড্রেসিংরুমে থাকবেন মেন্টর ব্র্যাভো। মাঠে ক্রিকেটীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি মাঠের বাইরে রাসেল-নারিনদের চাঙ্গা রাখার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন।
  • কলকাতায় শিবিরের প্রথম দিনে উইকেট পুজো করল কেকেআর। কোচ পণ্ডিতের প্রথা অনুযায়ীই শিবির শুরুর দিনে পুজো হল ইডেনে।
Advertisement