সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৩২ দিন পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন। আর সেটাকে ঋষভ পন্থ স্মরণীয় করে রাখলেন বললে বোধহয় কমই বলা হয়। সেঞ্চুরি করে আকাশের দিকে তাকালেন। যেন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জন্য ধন্যবাদ জানালেন সর্বশক্তিমানকে। ইতিমধ্যেই টেস্টে ৬টা সেঞ্চুরি হয়ে গিয়েছে তাঁর। ছুঁয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনিকে। তাহলে কি উইকেটকিপার-ব্যাটার হিসেবে মাহির থেকেও 'সেরা' ঋষভ? সেই প্রশ্নের উত্তর দিলেন আরেক প্রাক্তন উইকেটকিপার দীনেশ কার্তিক।
গাড়ি দুর্ঘটনার পর কে ভেবেছিলেন ঋষভ আবার ক্রিকেট মাঠে ফিরবেন? তিনি শুধু ফিরলেন না। আইপিএলে ঝড় তুললেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন। টেস্ট প্রত্যাবর্তনে সেঞ্চুরি করে নতুন রূপকথা লিখলেন। মাঠে নামার আগেই ভাইরাল হয়ে গিয়েছিল তাঁর একটি ছবি। ড্রেসিংরুমে সামনে ব্যাট আর হেলমেট। আর প্রণামের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ঋষভ। যেন ব্যাটের সামনে প্রার্থনা জানাচ্ছেন। তাতে যেন সাড়া মিলল। ঝোড়ো ১০৯ রানের ইনিংসে বাংলাদেশকে বিপদের সীমায় ঠেলে দিয়েছিলেন।
কিন্তু তাঁর সঙ্গে ধোনির তুলনা টানা কি এখনই ঠিক হচ্ছে? বিতর্ক বজায় রেখেই কার্তিক বলেন, "পন্থ ৩৪টা টেস্ট খেলেছে। ফলে এখনই ওকে ভারতের সর্বকালের সেরা উইকেটকিপার-ব্যাটার বলাটা ঠিক হবে না। আমাদের ধৈর্য ধরা উচিত। এখনই কোনও রকম সিদ্ধান্তে আসা ঠিক নয়। কিন্তু এটা নিশ্চিত যে, ও ভারতের সেরা উইকেটকিপার হবে।"
কার্তিকের সংযোজন, "ধোনির কৃতিত্ব কমানোর কোনও প্রশ্নই ওঠে না। ও শুধু অসাধারণ উইকেটকিপার নয়, ভারতের যখনই প্রয়োজন পড়েছে, তখনই ব্যাট হাতে রান করেছে। ফলে যখন ধোনির মতো ক্রিকেটারের কথা উঠবে, তখন তাঁর সব দিককেই সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।" ধোনি ৯০টি টেস্টে করেছেন ৪৮৭৬। সেখানে ঋষভের ৩৪টি টেস্টে রান ২৪১৯। তিনি নিজেও 'আইডল' হিসেবে মানেন ধোনিকে।