shono
Advertisement

সমালোচনার চাপে সুর বদল দীপার

দীপার এই সিদ্ধান্তের পর থেকেই ক্রীড়ামহলে বিতর্কের ঝড় ওঠে৷ The post সমালোচনার চাপে সুর বদল দীপার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:23 PM Oct 13, 2016Updated: 04:53 PM Oct 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলিম্পিকে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে শচীন তেণ্ডুলকর নিজের হাতে বিএমডব্লিউ গাড়ির চাবি তুলে দিয়েছিলেন দীপা কর্মকারের হাতে৷ মাস্টার ব্লাস্টার জানিয়েছিলেন, দীপার কীর্তিতে তিনি অভিভূত৷ আর সেই গাড়িই কিনা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ত্রিপুরার জিমন্যাস্ট৷ কিন্তু তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন তিনি৷

Advertisement

শচীন নিজের হাতে গাড়ি তুলে দেওয়ায় দীপাও উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন৷ বলেছিলেন, এটি তাঁর জীবনের স্মরণীয় মুহূর্ত৷ কিন্তু সেই বিএমডব্লু ফিরিয়ে দিতে চাইছিলেন দীপা৷ কেন? দীপা এই সিদ্ধান্ত কিছুটা বাধ্য হয়েই নিচ্ছিলেন৷ প্রথমত, এই গাড়ির দেখভাল করা খরচ সাপেক্ষ৷ দ্বিতীয়ত, আগরতলায় খোলামেলা তেমন রাস্তা নেই যে বিএমডব্লু সহজে চালাতে পারবেন৷ ছোট শহরের রাস্তায় ছোট গাড়ি যতটা স্বচ্ছন্দে চালানো যাবে, বড় গাড়ি নয়৷ সবদিক বিবেচনা করেই বিএমডব্লু ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন দীপা৷ অমত করেননি কোচ বিশ্বেশ্বর নন্দীও৷

দীপার এই সিদ্ধান্তের পর থেকেই ক্রীড়ামহলে বিতর্কের ঝড় ওঠে৷ কারণ যাই হোক, দীপার সিদ্ধান্তকে অনেকেই মন থেকে সঠিক বলে মেনে নিতে পারছিলেন না৷ অনেকেই মনে করেছেন, বিএমডব্লু ফিরিয়ে পরোক্ষভাবে শচীনকেই অপমান করছেন প্রোদুনোভা স্পেশালিস্ট৷ অবশেষে ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামলেন ত্রিপুরার বাঙালিনি৷ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপা জানান, শচীনের উপহার ফিরিয়ে দেওয়ার কথা তিনি ভাবতেও পারেন না৷ এমন খবরকে ভিত্তিহীন দাবি করে দীপা বলেন, “শচীন নিজে হাতে আমায় গাড়ির চাবি দিয়েছেন৷ এটা আমার কাছে একটা বিরাট পাওনা৷ তাই এই গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা আমি ভাবতেও পারি না৷ আগরতলায় বিএমডব্লিউ-র কোনও শোরুম বা সার্ভিস সেন্টার নেই৷ তাই হায়দরাবাদ ব্যাডমিন্টন সংস্থাকে বলেছিলাম এই গাড়িটির পরিবর্তে যদি অন্য কোনও গাড়ি দেওয়া যায়৷ তারাও এ বিষয়ে সম্মতি দিয়েছে৷ এর বেশি আর কিছুই হয়নি৷”

The post সমালোচনার চাপে সুর বদল দীপার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement