শম্পালী মৌলিক: বাঙালি পরিচালকের ছবি বা ওয়েব সিরিজ এর আগে আন্তর্জাতিক ওয়েব প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। যেমন- দিবাকর বন্দ্যোপাধ্যায়, সুজয় ঘোষ, ঋভু দাশগুপ্ত বা সৌমিক সেন। কিন্তু বাংলা ভাষায় নেটফ্লিক্সের জন্য কোনও বাঙালি কিছু বানিয়েছেন এমনটা বড় একটা শোনা যায়নি।
পরিচালক হিসেবে অরিন্দম বসুর এটি দ্বিতীয় কাজ। কিন্তু এবারে রীতিমতো চমক দিলেন তিনি। বাংলায় নেটফ্লিক্সের মতো নামী ওয়েব প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ বানাতে চলেছেন তিনি। সম্ভবত এটিই নেটফ্লিক্সের প্রথম বাংলা ওয়েব সিরিজ হতে চলেছে। নাম ঠিক হয়েছে ‘বক্সড’। এটি থ্রিলার ধর্মী সিরিজ। প্রধান চরিত্রে অমৃতা চট্টোপাধ্যায় এবং রণ জয়। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রেচেল হোয়াইট, পারিজাত চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিপ্লব বন্দ্যোপাধ্যায় এবং নবাগত সুস্মিতা মুখোপাধ্যায়।
পরিচালক অরিন্দম জানালেন, ‘অভিরূপ মুখোপাধ্যায় চিত্রনাট্য লিখেছেন। এক্কেবারে মাইন্ডব্লোয়িং যাকে বলে। দিব্যেন্দু মুখোপাধ্যায় মিউজিক করছেন। আমার ওঁর প্রতিভার প্রতি অত্যন্ত আস্থা। কমবয়সিদের সঙ্গে কাজ করতে আমি ভালবাসি। ক্যামেরার দায়িত্বে রূপাঞ্জন পাল।’ ‘বক্সড’-এর প্রযোজনায় থাকছেন হরিৎ রত্ন। গল্প অরিন্দমের নিজেরই। অভিনেত্রী অমৃতা জানালেন, ‘গল্পটা অত্যন্ত গ্রিপিং, ঠিক তেমনই আমার চরিত্রটা। প্রধান নারীচরিত্রে রয়েছি আমি। চরিত্রটা একটু কমপ্লিকেটেড এবং কমপ্যাক্ট। অরিন্দমদা অনেকদিন আগেই এই গল্পটার কথা আমাকে বলেছিল। অবশেষে এটাতে কাজ করার সুযোগ এল।’ রণ জয়, প্রধান অভিনেতা, বললেন, ‘স্ক্রিপ্ট শুনেই উত্তেজিত বোধ করেছিলাম। এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং কাজ।’
রেচেল বলছেন, ‘দ্রুতগতির এই থ্রিলার স্টাইলের গল্প বলার ধরনটা আমার ভাল লেগেছে। কাজ শুরুর অপেক্ষায় আমি।’ ঠিক হয়েছে এই অ্যাকশন ড্রামা সিরিজ হবে ছয় পর্বের। প্রথম থেকেই টানটান স্ক্রিপ্টের গতি বজায় রাখার চেষ্টা করবেন পরিচালক, তা এখনই বলে দেওয়া যায়। কলকাতায় পুরো শুটিং। নভেম্বরের মাঝামাঝি শুরু হবে।
The post নেটফ্লিক্সে এবার বাংলা ওয়েব সিরিজ, পরিচালনায় অরিন্দম বসু appeared first on Sangbad Pratidin.