সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ছবি ‘খারিজ’। সেই ছবি দেখেই যেন সিনেমা তৈরির অনুপ্রেরণা পেয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সেই অনুপ্রেরণাকে সঙ্গে নিয়েই এবার ‘খারিজ’ সিনেমাকে নতুন যুগের রূপ দিতে চলেছেন তিনি। মৃণাল সেনের জন্মশতবর্ষে তাঁকে উৎসর্গ করে একটি ছবি তৈরি করছেন। নাম ‘পালান’। ‘খারিজে’র গল্পের বিষয়বস্তু নিয়েই নিজের এই ছবি তৈরি করতে কৌশিক গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার শহরের একটি পাঁচতারা হোটেলে এই ছবিরই ঘোষণা করলেন কৌশিক। ছবিতে অভিনয় করবেন মমতা শঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার, পাওলি দাম ও যিশু সেনগুপ্ত।
কৌশিক তাঁর নতুন ছবি ‘পালান’-এ খারিজের গল্পকে নিয়ে আসবে ২০২২-এর প্রেক্ষাপটে। চরিত্রগুলো থাকবে একই, নামও পরিবর্তিত হবে না। এ যুগের প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে কিছুটা বদলে যাবে গল্প।
[আরও পড়ুন: বলিউডে পা দিলেন আরেক স্টারকিড, করণের নতুন ছবিতে সঞ্জয় কাপুরকন্যা শানায়া!]
মৃণাল সেনের খারিজ ছবিতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর, অঞ্জন দত্ত ও শ্রীলা মজুমদার। কৌশিকের ‘পালান’-এ ফের একবার একসঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ খুশি এই তিন অভিনেতা। সংবাদ মাধ্যমকে মমতা শঙ্কর জানিয়েছেন, ‘মৃণাল সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কোনও দিনই ভোলার নয়। এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে মনে হয় মৃগয়া ছবির প্রথম শট দিচ্ছি। কৌশিকের এই ছবিতে সেই স্মৃতিগুলো আবার স্পষ্ট হয়ে উঠবে।’ মমতা শঙ্করের মতো মৃণাল সেনের সঙ্গে কাজের স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী শ্রীলা মজুমদারও। তাঁর কথায়, ‘অনেক বড় মাপের মানুষ ছিলেন মৃণাল সেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ওর সঙ্গে কাজ করতে পেরেছি। অঞ্জন দত্তর মতে, আমাকে সেলুলয়েডের গন্ধ শুকিয়েছেন মৃণাল সেন।’
এই ছবিতে গাঁটছড়া বাঁধছেন দুই প্রযোজনা সংস্থা প্রমোদ ফিল্মস ও দ্য বিগ ডে। ২৫ মার্চ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হবে এই ছবির শুটিং।