সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন কাটলেই কি শুটিং শুরু হবে? টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এটাই এখন কোটি টাকার প্রশ্ন। বিগত দেড় মাস ধরে লকডাউনে আটকে রয়েছে বহু সিনেমা এবং ধারাবাহিকের কাজ। শুটিং তো দূরের কথা, পোস্ট প্রোডাকশনের কাজেও লকডাউন জারি হয়েছে। তবে এই পর্বের তৃতীয় ধাপের পরই এবার বোধহয় সুদিন দেখতে চলেছে ইন্ডাস্ট্রি। যদিও সেই ‘সুদিনের আনন্দ’ খানিক আংশিকই বটে! কারণ, শুটিংয়ের অনুমতি না মিললেও সচেতনতা বজায় রেখে পোস্ট প্রোডাকশনের কাজ (এডিটিং, ডাবিং, সাউন্ড মিক্সিং-সহ বেশ কিছু কাজ) শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
“সরকারের তরফ থেকে নির্দেশিকা না আসা পর্যন্ত শুটিং শুরু করার কোনও প্রশ্নই নেই”, এমনটাই জানানো হয়েছিল সিনে ফেডারেশন, প্রযোজকদের সংগঠন এবং আর্টিস্টস ফোরামের পক্ষ থেকে। তাই কাজ শুরু করার অনিশ্চয়তা ক্রমশ বেড়েই চলছিল। অবশেষে সুখবর এল টলিউড ইন্ডাস্ট্রিতে। শুটিং শুরু না হলেও সিনেমা এবং সিরিয়ালের পোস্ট প্রোডাকশনের কাজ চালু করা যাবে। তবে অবশ্যই কনটেনমেন্ট জোনের বাইরের অঞ্চলগুলিতে। রাজ্য সরকারের তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
[আরও পড়ুন: খুন-ধর্ষণের ঘটনা আমাদের মনে কতটা প্রভাব ফেলেছে? বাস্তব চিত্র তুলে ধরল শিলাদিত্যর ‘ভ্রম’]
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে টলিউডের পরিচালক-প্রযোজকরা যে বেশ উপকৃত হবেন, তা হলফ করে বলাই যায়। কারণ, শুটিং শেষ হয়ে গেলেও এতদিন পোস্ট প্রোডাকশনের কাজ আটকে ছিল লকডাউনের জন্য। অতঃপর লকডাউন পর্ব শেষ হলে তড়িঘড়ি ছবি মুক্তির জন্য যে পোস্ট প্রোডাকশনের কাজ সারতে নির্মাতাদের নাভিশ্বাস উঠত তা বলাই যায়। উপরন্তু পোস্ট প্রোডাকশনের কাজ দেরি হওয়া মানেও সিনেমার মুক্তি আরও পিছিয়ে যাওয়া। উপরন্তু করোনার জন্য বহু ছবির মুক্তি বাতিল হয়েছে গোটা এপ্রিল, মে, জুন মাসজুড়ে। তাই পোস্ট প্রোডাকশনের কাজটা এগিয়ে থাকলে, সেই দিকটা অন্তত নিশ্চিন্ত হতে পারবেন পরিচালক-প্রযোজকরা।
প্রসঙ্গত, মঙ্গলবার কনফারেন্সের একেবারে গোড়ার দিকেই মুখ্যমন্ত্রী বাংলা বিনোদন জগতের কথা উল্লেখ করেন। তিনি বলেন, কনটেনমেন্ট জোনের বাইরে সচেতনতা অবলম্বন করে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করা যেতে পারে। অন্যদিকে, রাজ্য সরকারের তরফে জারি করা বিবৃতিতে কাজ করার সময়ে মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
[আরও পড়ুন: রাজ-শুভশ্রীর সংসারে ‘জুনিয়র’ আসার খবরে শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী]
The post সুখবর টলিউডে, ডাবিং-এডিটিংয়ের কাজ শুরু করার অনুমতি দিল রাজ্য সরকার appeared first on Sangbad Pratidin.