সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা জীবন ধরে ফেলুদার ভূমিকায় অভিনয়ের ইচ্ছা ছিল বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর। কিন্তু কখনও সেই সাধ পূরণ হয়নি অভিনেতার। অবশেষে সেই স্বপ্ন কিছুটা হলেও সত্যি হতে চলেছে চিরঞ্জিতের। ফেলুদার গল্পের সঙ্গে নাম জুড়তে চলেছে চিরঞ্জিতের। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদা সিরিজের নতুন গল্প 'রয়েল বেঙ্গল রহস্য'-এ অভিনয় করবেন অভিনেতা। কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
চলতি মাসেই উত্তরবঙ্গে শুরু হবে ওয়েব সিরিজ 'রয়েল বেঙ্গল রহস্যে'র শুটিং। সৃজিত মুখোপাধ্যায়ের পর হইচইয়ের ফেলুদা সিরিজের পরিচালনার দায়িত্ব প্রথমবার নিতে চলেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। প্রসঙ্গত,‘ছিন্নমস্তার অভিশাপ’, ‘দার্জিলিং জমজমাট’, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর মতো ফেলুদাকে নিয়ে সফল ওয়েব সিরিজ তৈরি করেছেন পরিচালক সৃজিত। তবে বরাবরই ফেলুদাকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন পরিচালক। সেই সাধ পূরণ না হওয়ায় এবার ফেলুদার পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছেন সৃজিত। সেই দায়িত্ব এবার পালন করতে চলেছেন কমলেশ্বর। সৃজিতের ফেলুদাকে বিদায় জানানোর ঘোষণায় মন খারাপ হয়েছিল গোটা টিমের। মনখারাপ কাটিয়ে আবারও নতুন সিরিজের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এবারও সিরিজে ফেলুদা, তোপসে ও জটায়ুর ভুমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র ও অনির্বাণ চক্রবর্তীকে। এই সিরিজেই গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিৎ।
উত্তরবঙ্গের প্রেক্ষাপটে রয়েল বেঙ্গল রহস্যের গল্প বোনা। জমিদার মহীতোষ সিংহ রায়ের আমন্ত্রণে রহস্যের সমাধান করতে সদলবলে উত্তরবঙ্গে হাজির ফেলুদা। সূত্রের খবর, সিরিজে সেই জমিদার মহীতোষের চরিত্রেই দেখা যাবে চিরঞ্জিৎকে। প্রসঙ্গত, হইচইয়ের অপর দুই সিরিজ 'পর্ণশবরীর শাপ' ও 'নিকষছায়া'য় 'ভাদুড়িমশাই' রূপে চিরঞ্জিতের অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এবার তাঁকে মহীতোষ সিংহ রায় রূপে দেখার অপেক্ষায় দর্শক।
