সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কাটতে চলেছে টলিপাড়ার অচলাবস্থা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে সামনে রেখে ফেডারেশন ও পরিচালকদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, অবশেষে তা মিটতে চলেছে বলেই খবর। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষরা। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাসও। সেখানেই মুখ্যমন্ত্রীর কাছে টলিপাড়ার শুটিং বন্ধের পরিস্থিতি তুলে ধরেন তাঁরা। সেই বৈঠকের পরই আশার আলো দেখছে গোটা টলিউড।
সূত্র বলছে, বুধবার থেকেই ফের সিরিয়াল, সিনেমা, ওটিটির শুটিং শুরু হবে। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, 'আমরা আশা করছি কাল থেকে শুটিং শুরু হয়ে যাবে।"
রাহুল মুখোপাধ্যায়ের পরিচালক আসনে থাকা বা না থাকার ইস্যু নিয়েই যে জট বাঁধে টলিপাড়ায়, তার সমাধান মিলেছে এদিন। সূত্রের খবর, এসভিএফের ব্যানারে তৈরি অনির্বাণ ভট্টাচার্য ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুজোর ছবির পরিচালক থাকছেন রাহুলই। তবে এই ছবির শুটিং হয়তো কয়েকদিন পর থেকে শুরু হতে পারে।
খবর রয়েছে, ফেডারেশনের নিয়ম কানুন নিয়ে একটা রিভিউ কমিটি তৈরি হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে তিন মাসের মধ্যে নতুন নিয়ম কানুন রিভিউ কমিটির সামনে পেশ করতে হবে।
[আরও পড়ুন: গরুপাচার কাণ্ড: CBI মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, জেলমুক্তি হবে?]
জটিলতা কাটিয়ে অবশেষে শুটিং শুরু হচ্ছে। তাতে খুশি আর্টিস্ট ফোরামও। আর্টিস্ট ফোরামের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "আমরা অত্যন্ত খুশি যে ফের শুটিং শুরু হচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি ফের শুটিং চালু করিয়েছেন। " আর্টিস্ট ফোরামের বক্তব্য, শুটিং বন্ধের আগে ব্যাঙ্কিংয়ের জনু শিল্পীদের বাড়তি পরিশ্রম করতে হয়েছে। আবার শুটিং শুরু হলে ফের ব্যঙ্কিংয়ের জন্য বাড়তি পরিশ্রম করতে হবে। শিল্পীরা যথাযোগ্য সম্মান পাচ্ছেন না।
ঠিক কী ঘটেছিল?
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের কর্মবিরতির নির্দেশ নিয়ে গত কয়েক দিন ধরেই তোলপাড় স্টুডিওপাড়া। নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগে টলিপাড়ার পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। শনিবার সকাল সকাল শুটিং ফ্লোরে অভিনেতারা পৌঁছলেও, আসেননি টেকনিশিয়ানরা। ফেডারেশনের তরফে পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা না ওঠাতেই নাকি টেকনিশিয়ানদের এমন অনুপস্থিতি। টেকনিশিয়ানস স্টুডিয়োতে শুটিং করতে এসে মেকআপ ভ্যানেই বসে রইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাধার মুখে পড়ল রাহুলের পুজোর ছবির শুটিং। রাহুলের সমর্থনে একজোট হয়েছে টলিউডের অন্যান্য পরিচালকরা। এদিন সকাল সকালই টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছেছেন সৃজিত মুখোপাধ্যায় , রাজ চক্রবর্তী, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্য়ায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, অরিন্দম শীলের মতো পরিচালকরা। রাহুলের ছবির শুটিংয়ে টেকনিশিয়ানদের না আসায়, রীতিমতো গর্জে উঠেছেন তাঁরা। ফেডারেশনের এমন পদক্ষেপের নিন্দায় সরব হয়ে একজোট হয়েছে টলি পরিচালকরা। সংবাদমাধ্যমের সামনেই গোটা ঘটনার নিন্দা করে রাজ চক্রবর্তী স্পষ্ট জানালেন, ‘দুদিন ভাবার সময় নিক ফেডারেশন। না হলে, সোমবার থেকে ফ্লোর বয়কট করবেন পরিচালকরা। এই বিষয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘যেটা হচ্ছে, সেটা খুব আনন্দের নয়। মারাত্মক অসম্মান।’ এরপরই সোমবার থেকে স্তব্ধ হয়ে যায় টলিপাড়া।