shono
Advertisement

Breaking News

PM Modi

যৌন কেলেঙ্কারিতে মোদিকে জড়ানোর ষড়যন্ত্র! 'নীল নকশা' কার? বিস্ফোরক কর্নাটকের বিজেপি নেতা

Published By: Monishankar ChoudhuryPosted: 10:50 AM May 18, 2024Updated: 01:11 PM May 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদিকে(PM Modi) জড়ানোর ষড়যন্ত্র!  নেপথ্যে কংগ্রেসের দাপুটে নেতা তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার! এমনটাই দাবি করেছেন জেলবন্দি বিজেপি নেতা দেবরাজে গৌড়া। শুধু তাই নয়, যৌন হেনস্তার অভিযোগে ধৃত গৌড়ার কথায়, জেডি (এস) প্রধান কুমারস্বামীর রাজনৈতিক জীবন শেষ করতে নীল নকশা তৈরি করেছেন শিবকুমার।   

Advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (HD Deve Gowda) নাতি প্রজ্বল রেভান্নার যৌন নির্যাতনের ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে দেবরাজে গৌড়ার বিরুদ্ধে। রয়েছে যৌন হেনস্তার মামলাও। ৩৬ বছর বয়সি এক মহিলার অভিযোগের ভিত্তিতে গত ১১ মে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার শুনানি শেষে তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত। এদিন পুলিশ ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বোমা ফাটান তিনি। বলেন, "প্রধানমন্ত্রীকে যৌন কেলেঙ্কারিতে জড়ানোর ষড়যন্ত্র করেছেন শিবকুমার। মিথ্যা বলে মোদিকে বদনাম করার জন্য আমাকে ১০০ কোটি টাকার টোপও দিয়েছিলেন তিনি। আমি তা মেনে নিইনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ক্যারিয়ার শেষ করতেও উঠেপড়ে লেগেছেন শিবকুমার।"     

[আরও পড়ুন: ‘আপনাদের হাতে ছেলেকে সঁপে দিলাম’, রায়বরেলিতে রাহুলের হয়ে প্রচারে সোনিয়া]

বলে রাখা ভালো, কর্নাটকে হাতে হাত মিলিয়ে লোকসভা ভোটে লড়ছে বিজেপি-জেডি (এস)। বিশ্লেষকদের মতে, দক্ষিণ কর্নাটকে ভোক্কালিগা সম্প্রদায়ের মধ্যে বিস্তর প্রভাব রয়েছে জেডি (এস)-এর। লিঙ্গায়েত ভোটব্যাঙ্কও বড় ভরসা বিজেপির। এছাড়া, মহিলা ভোটারদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুনামিও রয়েছে।  এহেন রসায়নে গতবারের মতোই কর্নাটকে দাপট বজায় রাখতে চাইছে এনডিএ। তবে রেভান্নার যৌন নির্যাতন মামলায় বড় ধাক্কা খেয়েছে তারা। 'মা-বেটির সম্মান বাঁচাতে' জোর লড়াই শুরু করেছে কংগ্রেস। ফলে বিজেপির মহিলা ভোটব্যাঙ্কে একটি ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে এদিন দেবরাজে গৌড়া দাবি করেছেন, তাঁর কাছে এমন অডিও টেপ আছে যা কর্নাটকের কংগ্রেস সরকার ফেলে দেবে। শিবকুমারের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দেবেন। মুক্তি পেয়েই নাকি তিনি সেসব 'অকাট্য প্রমাণ' প্রকাশ করবেন।                 

[আরও পড়ুন: ঠাটিয়ে চড় কানহাইয়া কুমারকে, প্রচারে বেরিয়ে আক্রান্ত কংগ্রেস প্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যৌন কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদিকে জড়ানোর ষড়যন্ত্র! 
  • নেপথ্যে কংগ্রেসের দাপুটে নেতা তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার!
Advertisement