shono
Advertisement

Breaking News

জানেন, আরবিআইয়ের নতুন গভর্নরের মাসিক বেতন কত?

তাঁর সহকারী হিসাবেও কাউকে নিযুক্ত করা হয়নি বলে জানাচ্ছে দেশের শীর্ষ ব্যাঙ্ক৷ The post জানেন, আরবিআইয়ের নতুন গভর্নরের মাসিক বেতন কত? appeared first on Sangbad Pratidin.
Posted: 10:17 PM Dec 04, 2016Updated: 04:47 PM Dec 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কদেশের নোট বাতিলের পর সাধারণ মানুষের কথাবার্তা আলোচনাতেও মধ্যে বহুবার চলে আসছেন আরবিআই গর্ভনর  উর্জিত প্যাটেল৷ তা হয়ত তাঁর পদের জন্যই৷ তবে গোটা দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার শীর্ষে যিনি আছেন তাঁর মাসিক বেতন কত তা কি কারও জানা আছে? ২ লক্ষ টাকা মাস মাইনেতেই এত বড় দায়িত্ব সামলাচ্ছেন উর্জিত৷ তার উপর তাঁর সহকারী হিসাবেও কাউকে নিযুক্ত করা হয়নি বলে জানাচ্ছে দেশের শীর্ষ ব্যাঙ্ক৷

Advertisement

রঘুরাম রাজনের জায়গায় গত সেপ্টেম্বর থেকে নিযুক্ত করা হয় উর্জিত প্যাটেলকে৷ বর্তমানে মুম্বইতে তিনি ডেপুটি গভর্নরের ফ্ল্যাটে থাকেন৷ তাঁকে দু’টি গাড়ি ও দু’জন চালক দেওয়া হয়েছে বলেও রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে৷ তবে এই সব বিষয়ই তথ্য জানার অধিকার আইন অনুযায়ী জানিয়েছে৷

রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, গত অক্টোবর থেকে উর্জিত প্যাটেলকে বেতন বাবদ ২.০৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ এমনকি যে বেতন রঘুরাম রাজন পেতেন সেই বেতনই পান উর্জিত৷ আরটিআই অ্যাক্টে রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, ২০১৩-র ৫ সেপ্টেম্বর গভর্নর পদে নিযুক্ত হয়েছিলেন রঘুরাম রাজন৷ তখন তাঁর মাসিক বেতন ছিল ১ লক্ষ ৬৯ হাজার টাকা৷ ২০১৬ জানুয়ারি পর্যন্ত ক্রমান্বয়ে তাঁর বেতন বেড়ে দাঁড়ায় ২.০৯ লক্ষ টাকা৷

তবে রাজনের সঙ্গে উর্জিতের পার্থক্য এই যে, উর্জিত যেখানে দু’টি গাড়ি ও দু’জন চালক পাচ্ছেন সেখানে রাজন পেতেন তিনটে গাড়ি ও তিন চালক৷ এমনকি ১ জন কেয়ারটেকার, ৯ জন রক্ষণাবেক্ষণ কর্মী, তাঁর সহকারী হিসাবেও আরও একজন ব্যাঙ্ক আধিকারিককেও নিযুক্ত করেছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ পাশাপাশি দেওয়া হয়েছিল মুম্বইতে একটি বাংলো৷ যেখানে উর্জিতকে থাকতে হচ্ছে ডেপুটি গভর্নরের ফ্ল্যাটে৷

The post জানেন, আরবিআইয়ের নতুন গভর্নরের মাসিক বেতন কত? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement