shono
Advertisement

দুই রোগীর নামে মিল, বিভ্রান্তির জেরে কানের বদলে হার্নিয়া অপারেশন

চিকিৎসককে সাসপেন্ড করেছে স্বাস্থ্যদপ্তর৷ The post দুই রোগীর নামে মিল, বিভ্রান্তির জেরে কানের বদলে হার্নিয়া অপারেশন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:47 PM May 24, 2019Updated: 04:47 PM May 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই রোগীর নাম এক৷ তার জেরেই ঘটল বিপত্তি৷ কানের অস্ত্রোপচারের প্রয়োজন যে রোগীর, তার হার্নিয়ার অস্ত্রোপচার করা হল৷ সরকারি হাসপাতালে অস্ত্রোপচারে বড়সড় বিভ্রাটের ঘটনায় হস্তক্ষেপ করতে হল স্বাস্থ্যমন্ত্রীকে৷ ঘটনার তদন্তের পাশাপাশি শিশুটির বিনামূল্যে চিকিৎসার কথাও ঘোষণা করেছেন তিনি৷ এই ঘটনায় ইতিমধ্যেই একজন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: খারিজ আগাম জামিনের আবেদন, দোরগোড়ায় রাজীব কুমারের গ্রেপ্তারি?]

কোচি থেকে ১৭৫ কিলোমিটার দূরের কেরলের মালাপ্পুরমের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় জমান অনেকেই৷ সেখানেই গিয়েছিল বছর সাতের মহম্মদ দানিশ৷ তার সমস্যা নাকে৷ ওষুধে কাজ না হওয়ায় অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা৷ ধনুশ নামে এক ব্যক্তিরও ওই একই হাসপাতালে চিকিৎসা চলছিল৷ তাঁর হার্নিয়া হয়েছিল৷ সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচার ছাড়া আর কোনও পথ ছিল না৷ চিকিৎসকরা স্থির করেন, দুজনের একই দিনে অস্ত্রোপচার হবে৷ সেই মতো ব্যবস্থাও হল সব কিছু৷কিন্তু তারপরই ঘটে গেল বিপত্তি৷

অস্ত্রোপচারের পর বছর সাতেকের মহম্মদ দানিশের সঙ্গে দেখা করতে যান তার বাবা৷ তিনি দেখেন, ছেলের পেটে সেলাইয়ের দাগ৷ নাকের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হওয়া ছেলের পেটে সেলাই দেখে হতচকিত হয়ে যান৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি শুনে অবাক হয়ে যান শিশুর বাবা-মা৷ কারণ চিকিৎসকরা জানান, কান নয়৷ খুদের হার্নিয়ার অপারেশন করেছেন তাঁরা৷

[ আরও পড়ুন: দ্বিতীয় ইনিংস শুরুর আগে আডবানী-যোশীর বাড়িতে মোদি]

কিন্তু কীভাবে এত বড় ভুল করলেন চিকিৎসকরা? হাসপাতাল সূত্রে খবর, একই দিনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া ওই দুই রোগীর নাম এক৷ তাই চিকিৎসকদের হাতে আসা কাগজপত্র অদলবদল হয়ে যায়৷ তাই কানের পরিবর্তে দানিশের হার্নিয়ার অস্ত্রোপচার করা হয়েছে৷ এর ফলে ক্ষতিগ্রস্ত শিশুর বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত করা হবে বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা৷ তিনি আরও বলেন, ‘‘হাসপাতাল কর্মীদের গাফিলতির দায় রোগীরা নেবে না৷’’ মানবাধিকার কমিশনও এই ঘটনার তদন্তে নেমেছে৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রিপোর্টও চাওয়া হয়েছে৷ ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশনের সদস্যরা বলেন, ‘‘হাসপাতাল কর্মী এবং চিকিৎসকদের গাফিলতিতেই এমন কাণ্ড ঘটেছে৷’’ এই ঘটনার পর থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শিশুর পরিবারের আত্মীয়রা৷ 

The post দুই রোগীর নামে মিল, বিভ্রান্তির জেরে কানের বদলে হার্নিয়া অপারেশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement