shono
Advertisement

মা হতে চলেছেন বিপাশা!

বলেন কি? বিয়ে হয়েছে এক মাসও পেরোয়নি, এর মধ্যেই সুসংবাদ? The post মা হতে চলেছেন বিপাশা! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:04 AM May 25, 2016Updated: 06:34 PM May 24, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলেন কি? বিয়ে হয়েছে এক মাসও পেরোয়নি, এর মধ্যেই সুসংবাদ? ভেবেই মুচকি হাসি ঠোঁটে?
আজ্ঞে হ্যাঁ, এমনই ইঙ্গিত দিচ্ছেন বিপাশা বসু৷  সদ্য হানিমুন ফেরত বিপাশা এবং করণ এখন পরস্পরে বেজায় মজায় রয়েছেন৷  বিকিনি থেকে ফুলশয্যার খাট- সব কিছুর খবরই সময়মতো ভক্তদের পৌঁছে দিচ্ছেন বিপস৷ এবার কি তবে নিজের সন্তান-সম্ভাবনার কথাও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জানিয়ে দিলেন বিপস?
সম্প্রতি অভিনেত্রী শিল্পা শেট্টির ছেলে ভিয়ানের জন্মদিন উপলক্ষে বলিউডে চাঁদের হাট বসেছিল৷ ভিয়ানকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়ে টুইট করেছিলেন বিপাশা৷ আর সেই টুইটের পরিপেক্ষিতে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা বিপাশাকে ভিয়ানের নতুন বন্ধু এনে দেওয়ার অনুরোধ জানান৷ পরোক্ষভাবে রাজ বিপাশাকে খুব তাড়াতাড়িই সুখবর দেওয়ায় ইঙ্গিত দেন৷
বিপসও লজ্জায় লাল হয়ে যাওয়ার পাত্রী নন৷  তিনিও টুইটে জানান, খুব শীঘ্রই তিনি ভিয়ানকে নতুন বন্ধু এনে দেবেন!
অর্থাৎ, মা হবেন তিনি! এখন কবে বিপসের চাঁদের টুকরোর দেখা মিলবে, তা জানতে পারা সময়ের অপেক্ষা৷

Advertisement

 

The post মা হতে চলেছেন বিপাশা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement