সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধের বিরিয়ানিতে যে মাংসের টুকরো থাকে, তা মুরগি বা পাঁঠার মাংস নয়৷ দোকানি কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে৷ এমনটাই নিখাদ মজা করার জন্য রটিয়ে দিয়েছিলেন হায়দরাবাদের এমবিএ পড়ুয়া৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লিখে দিয়েছিলেন ঠিক এই কথাই৷ তাঁর উদ্দেশ্য ছিল একটাই৷ বন্ধুদের ভয় দেখানো৷ ‘শাহ গৌস’ বিরিয়ানি বিক্রেতারা বিরিয়ানিতে কুকুরের মাংস দেয়, এমন খবর রটিয়ে দিয়ে বন্ধুদের সাধের বিরিয়ানি খাওয়া থেকে দূরে রাখতে চেয়েছিলেন এমবিএ পড়ুয়া ভালাবজু চন্দ্র মোহন৷
আর এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর পোস্টের পর৷ সংবাদমাধ্যমগুলিও এই খবর প্রচার করতে থাকে৷ পুলিশ গ্রেফতার করে দোকানের মালিক মহম্মদ রব্বানিকে৷ আর চারদিকে এই খবর ছড়িয়ে পড়ার পরই জিএইচএমসি স্বাস্থ্য দপ্তর হানা দেয় রব্বানির বিরিয়ানির দোকানে৷ খবরের সত্যতা যাচাই করে দেখতে তাঁরা খাবারের স্যাম্পেল পরীক্ষার জন্য সংগ্রহ করে নিয়ে যান৷
এই ঘটনার পর আত্মপক্ষ সমর্থনে সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান রাব্বানি৷ জানান, মিথ্যা খবর প্রচার হয়ে যাওয়ার পর থেকেই ব্যবসায় ক্ষতি হচ্ছে তাঁর৷ তাঁর দোকানের কর্মচারীরাও এর ফলে কাজ হারাচ্ছেন বলে দাবি করেন তিনি৷ রব্বানির অভিযোগের ভিত্তিতেই তদন্ত করে পুলিশ এবং মোহনকে গ্রেফতার করা হয়৷
The post বিরিয়ানিতে কুকুরের মাংস! সোশ্যাল মিডিয়ায় মজা করে শ্রীঘরে পড়ুয়া appeared first on Sangbad Pratidin.