স্টাফ রিপোর্টার: মোবাইলে কথা বলতে বলতে এবার বেআইনিভাবে লাইন পেরতে গিয়ে মৃত্যু হল ডন বস্কো স্কুলের নবম শ্রেণির এক ছাত্রের৷ নাম অভিজ্ঞান জানা৷ বৃহস্পতিবার পার্ক সার্কাস রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে৷ এদিন সকালে স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে৷ তার বাড়ি বেহালার পাঠকপাড়ায়৷
শিয়ালদহ দক্ষিণ শাখায় পার্ক সার্কাস, বালিগঞ্জের মতো বেশ কিছু স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য ওভারব্রিজ রয়েছে৷ কিন্তু শর্টকাটে যাওয়ার জন্যই অধিকাংশ যাত্রী লাইন টপকে স্টেশন পার হন৷ আর এমন ঘটনাই মৃত্যু ডেকে আনে৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটে৷ ডন বস্কো স্কুলের পিছন থেকে পার্ক সার্কাস স্টেশনে পৌঁছনোর কিছু রাস্তা আছে৷ স্টেশনের কাছেই শিয়ালদহর দিকে বাঁ হাতে একটি বস্তি আছে৷ তার পাশ দিয়েই পায়ে চলা পথ রয়েছে৷ একটি উঁচু জায়গা পার করে একেবারে লাইন পার করে সোজা চলে আসা যায় পার্ক সার্কাস স্টেশনে৷ রেল সূত্রে খবর, বেশিরভাগ যাত্রীই যার ফলে ওভারব্রিজ ধরে না গিয়ে ওই রাস্তায় স্টেশনে পৌঁছে যান৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন সেই একই ঘটনা ঘটে৷ ছেলেটি মোবাইলে কথা বলতে বলতে হেঁটে ওই লাইন পার হচিছল৷ ২ নম্বর লাইন পার হওয়ার সময় আচমকা ট্রেন চলে আসে৷ সঙ্গে সঙ্গে ট্রেন চলে এলে তার ধাক্কায় মৃত্যু হয় ছেলেটির৷ ঘটনায় ওই শাখার গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে৷
[রুবি রায়কে পর্যটন বিভাগে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী]
প্রতিটি স্টেশনে মাইকে ঘোষণার কাজ চলে৷ জিআরপি বা আরপিএফ কর্মীরাও যাত্রীদের লাইন টপকানো আটকাতে সক্রিয় থাকেন৷ কিন্তু ফাঁক বুঝে বারবার এই ধরনের ঘটনা ঘটে চলে৷ এদিন ছাত্রটি লাইন পার হওয়ার সময়ও আরপিএফ কর্মীরা এমনকী, যাত্রীরাও তাকে সচেতন করার চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে খবর৷ কিন্ত্ত তাতে কোনওভাবেই লাভ হয়নি৷ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল ওই ছাত্রর৷ কয়েক সপ্তাহ আগেই আরও এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছিল পার্কসার্কাস স্টেশনেই৷ সপ্তাহ খানেকের ব্যবধানে পরপর দুই স্কুল ছাত্রের এমন মৃত্যু প্রশ্ন তুলেছে যাত্রীদের লাইন পারাপার নিয়ে৷
[কাটা পা হাতে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরলেন রোগী]
The post কানে মোবাইল নিয়ে লাইন পারাপার, রেলে কাটা পড়ল ডন বস্কোর ছাত্র appeared first on Sangbad Pratidin.