shono
Advertisement

কানে মোবাইল নিয়ে লাইন পারাপার, রেলে কাটা পড়ল ডন বস্কোর ছাত্র

ঘটনাস্থলেই মৃত্যু নবম শ্রেণির পড়ুয়ার। The post কানে মোবাইল নিয়ে লাইন পারাপার, রেলে কাটা পড়ল ডন বস্কোর ছাত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 03:30 PM Mar 16, 2017Updated: 10:50 AM Mar 16, 2017

স্টাফ রিপোর্টার: মোবাইলে কথা বলতে বলতে এবার বেআইনিভাবে লাইন পেরতে গিয়ে মৃত্যু হল ডন বস্কো স্কুলের নবম শ্রেণির এক ছাত্রের৷ নাম অভিজ্ঞান জানা৷ বৃহস্পতিবার পার্ক সার্কাস রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে৷ এদিন সকালে স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে৷ তার বাড়ি বেহালার পাঠকপাড়ায়৷

Advertisement

শিয়ালদহ দক্ষিণ শাখায় পার্ক সার্কাস, বালিগঞ্জের মতো বেশ কিছু স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য ওভারব্রিজ রয়েছে৷ কিন্তু শর্টকাটে যাওয়ার জন্যই অধিকাংশ যাত্রী লাইন টপকে স্টেশন পার হন৷ আর এমন ঘটনাই মৃত্যু ডেকে আনে৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটে৷ ডন বস্কো স্কুলের পিছন থেকে পার্ক সার্কাস স্টেশনে পৌঁছনোর কিছু রাস্তা আছে৷ স্টেশনের কাছেই শিয়ালদহর দিকে বাঁ হাতে একটি বস্তি আছে৷ তার পাশ দিয়েই পায়ে চলা পথ রয়েছে৷ একটি উঁচু জায়গা পার করে একেবারে লাইন পার করে সোজা চলে আসা যায় পার্ক সার্কাস স্টেশনে৷ রেল সূত্রে খবর, বেশিরভাগ যাত্রীই যার ফলে ওভারব্রিজ ধরে না গিয়ে ওই রাস্তায় স্টেশনে পৌঁছে যান৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন সেই একই ঘটনা ঘটে৷ ছেলেটি মোবাইলে কথা বলতে বলতে হেঁটে ওই লাইন পার হচিছল৷ ২ নম্বর লাইন পার হওয়ার সময় আচমকা ট্রেন চলে আসে৷ সঙ্গে সঙ্গে ট্রেন চলে এলে তার ধাক্কায় মৃত্যু হয় ছেলেটির৷ ঘটনায় ওই শাখার গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে৷

[রুবি রায়কে পর্যটন বিভাগে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী]

প্রতিটি স্টেশনে মাইকে ঘোষণার কাজ চলে৷ জিআরপি বা আরপিএফ কর্মীরাও যাত্রীদের লাইন টপকানো আটকাতে সক্রিয় থাকেন৷ কিন্তু ফাঁক বুঝে বারবার এই ধরনের ঘটনা ঘটে চলে৷ এদিন ছাত্রটি লাইন পার হওয়ার সময়ও আরপিএফ কর্মীরা এমনকী, যাত্রীরাও তাকে সচেতন করার চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে খবর৷ কিন্ত্ত তাতে কোনওভাবেই লাভ হয়নি৷ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল ওই ছাত্রর৷ কয়েক সপ্তাহ আগেই আরও এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছিল পার্কসার্কাস স্টেশনেই৷ সপ্তাহ খানেকের ব্যবধানে পরপর দুই স্কুল ছাত্রের এমন মৃত্যু প্রশ্ন তুলেছে যাত্রীদের লাইন পারাপার নিয়ে৷

[কাটা পা হাতে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরলেন রোগী]

The post কানে মোবাইল নিয়ে লাইন পারাপার, রেলে কাটা পড়ল ডন বস্কোর ছাত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement