shono
Advertisement

Breaking News

তাঁকে অভিযুক্ত করা আমেরিকার জন্য দুঃখের! নির্বাচনে কারচুপির অভিযোগ উড়িয়ে দাবি ট্রাম্পের

নির্বাচনে কারচুপির অভিযোগে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ট্রাম্প।
Posted: 09:46 AM Aug 04, 2023Updated: 09:57 AM Aug 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কারচুপি করে বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও সেই অভিযোগকে আমেরিকার (USA) দুঃখের দিন বলে অভিহিত করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। তারপরেই ওয়াশিংটনের আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। প্রসঙ্গত, গত চার মাসে এই নিয়ে তৃতীয়বার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন প্রাক্তন প্রেসিডেন্ট।

Advertisement

মার্কিন ক্যাপিটল থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ওয়াশিংটন (Washington) আদালত। ২০২১ সালের ৬ জানুয়ারি এই ক্যাপিটলের সামনেই বিক্ষোভ দেখায় ট্রাম্পের অনুগামীরা। বৃহস্পতিবার সেই আদালতেই উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। আগামী ২৪ আগস্ট এই মামলার প্রথম শুনানি হবে বলে জানা গিয়েছে আদালতের তরফে। প্রসঙ্গত, তার কয়েকদিন আগেই অনুষ্ঠিত হবে ২০২৪ নির্বাচনের আগে রিপাবলিকানদের প্রথম প্রেসিডনশিয়াল ডিবেট। ইতিমধ্যেই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। 

[আরও পড়ুন: ‘শান্ত হোন, নাহলে বাড়িতে ইডি চলে যাবে’, সংসদে দাঁড়িয়েই ‘হুমকি’ মন্ত্রীর]

প্রসঙ্গত, নয়া মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ আনা হয়েছে। ১) মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারণার চক্রান্ত। ২) নির্বাচনী প্রক্রিয়াকে বাধা দেওয়ার চক্রান্ত। ৩) নির্বাচনী প্রক্রিয়াকে বাধা দেওয়া ও বাধা দেওয়ার চেষ্টা। ৪) অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। বৃহস্পতিবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে আদালতে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতোই আদালতে গিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প।

নির্বাচনে কারচুপি ছাড়াও প্রেসিডেন্ট ভবনের গোপন নথিপত্র বেআইনি ভাবে নিজের বাড়িতে লুকিয়ে রাখা, অতিথিদের সেই নথি দেখানো, শত্রুদেশের বিরুদ্ধে মার্কিন কৌশল ফাঁস করার মতো একাধিক গুরুতর অভিযোগে বিদ্ধ ট্রাম্প। এত অভিযোগের বোঝা মাথায় নিয়ে ২০২৪ সালের নির্বাচনে তিনি আদৌ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

[আরও পড়ুন: জ্ঞানবাপীতে শুরু ASI সমীক্ষা, কড়া নিরাপত্তার ঘেরাটোপে এলাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement