গৌতম ব্রহ্ম: মাথা লক্ষ্য করে পরপর গুলি। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প। কান রক্তাক্ত করে মাথা ঘেঁষে বেরিয়ে গেল একের পর এক গুলি। প্রভু জগন্নাথের কৃপাদৃষ্টিই কি এযাত্রায় বাঁচিয়ে দিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে?
পেনসিলভেনিয়ার গুলি কাণ্ডের পর এমনই দাবি করেছে ‘ইসকন’। সংস্থার মুখপাত্র তথা কলকাতা অফিসের ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস রবিবার ‘সংবাদ প্রতিদিন’-কে জানিয়েছেন, ১৯৭৬ সালে নিউ ইয়র্কের রাস্তায় প্রথম রথযাত্রার পরিকল্পনা করেছিল ইসকন। কিন্তু কেউ রথ তৈরি করার জন্য প্রয়োজনীয় জায়গা দিতে রাজি হচ্ছিলেন না। প্রায় একডজন ফার্ম মালিকের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর ট্রাম্পের দ্বারস্থ হয় ইসকন কর্তৃপক্ষ। সবাইকে অবাক করে ট্রাম্প সহযোগিতার হাত বাড়িয়ে দেন। রথ তৈরির জন্য তাঁর সদ্য কেনা রেল ইয়ার্ড দিয়ে দেন। এর জন্য এক পয়সাও নেননি বছর তিরিশের উদীয়মান রিয়েল এস্টেট উদ্যোগী ট্রাম্প। ইসকনের বিশ্বাস, সেই সহযোগিতার জন্যই ৪৮ বছর পর প্রভু জগন্নাথ ট্রাম্পকে আততায়ীর গুলিবৃষ্টির হাত থেকে অলৌকিকভাবে বাঁচিয়েছেন।
[আরও পড়ুন: ১০০ মিলিয়ন পার! X হ্যান্ডেলে ফলোয়ার্সের নিরিখে বিশ্বসেরা মোদি, ধারেকাছে কেউ নেই]
আসলে নিউ ইয়র্কের রাস্তায় রথযাত্রার অনুমোদন পাওয়াও ছিল অলৌকিক। তা সে ট্রাম্পের সহযোগিতা হোক বা মানহাটন পুলিশের রথযাত্রার অনুমতি দেওয়া। রাধারমন দাস জানিয়েছেন, ফিফথ অ্যাভিনিউতে তখন যে কোনও রকম মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তৎকালীন মেয়র। কিন্তু অদ্ভূতভাবে মানহাটন পুলিশপ্রধান শেষ মুহূর্তে অনুমতি দেন। বলেন, “আমি জানি না কেন আমি এটা করছি।”
[আরও পড়ুন: ‘গোটা বিশ্বে দক্ষিণপন্থী নেতারাই এখন টার্গেট’, ট্রাম্পের পাশে দাঁড়িয়ে প্রতিক্রিয়া হিমন্তের]
যেখানে আমেরিকার মাটিতে প্রথম রথের চাকা গড়ায়। সেই নিউ ইয়র্ক থেকে ২৭৩.২ কিলোমিটার দূরেই শনিবার বন্দুকবাজারে হামলার মুখে পড়েন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিও ফুটেজে একাধিক গুলি চালানোর শব্দ শোনা গিয়েছে। গুলির শব্দ পেয়ে মাথা নিচু করলেও রক্তাক্ত হয় ট্রাম্পের কান। আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্টরা এরপর ট্রাম্পকে এসকর্ট করে বের করে নিয়ে যান। জনসভা ছাড়ার আগে শূন্যে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে দেন মার্কিন ধনকুবের। ভাইরাল হওয়া সেই ছবিই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞাপনী পোস্টার হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল!