shono
Advertisement

‘‌ব্রিটিশদের থেকেও খারাপ হবেন না,’ বিতর্কিত কৃষি আইনের কপি ছিঁড়ে মন্তব্য কেজরির

‌দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনে ওই আইনের কপি ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
Posted: 07:59 PM Dec 17, 2020Updated: 07:59 PM Dec 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে বৃহস্পতিবার উত্তাল হল দিল্লি (Delhi) বিধানসভার বিশেষ অধিবেশন। আর তার মধ্যেই বিতর্কিত ওই আইনের কপি ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করলেন AAP সুপ্রিমো। পাশাপাশি কেন্দ্রকে ‘ব্রিটিশদের থেকেও খারাপ শাসক’ না হওয়ার পরামর্শ বললেন।

Advertisement

গত কয়েকমাসে বিতর্কিত কৃষি আইন নিয়ে উত্তাল গোটা দেশ। ইতিমধ্যে দিল্লিতে তীব্র আন্দোলনে নেমেছেন কৃষকরা। তাঁদের এই আন্দোলনকে সমর্থন জানানোর পাশাপাশি এবার বিধানসভায় কৃষি আইনের কপিও ছিঁড়ে ফেললেন কেজরিওয়াল। এদিন কৃষক বিক্ষোভ (Farmers’ Protest) নিয়ে আলোচনার জন্য আয়োজিত বিশেষ অধিবেশনে কেজরিওয়াল বক্তৃতা দিতে উঠেই প্রশ্ন তোলেন, ‘‘করোনার সময় এত তাড়াহুড়ো করে কৃষি আইন পাশ করানোর প্রয়োজন কী ছিল?‌’‌’‌ এরপরই তিনি আইনের কপি তিনটি ছিঁড়ে ফেলেন। বলেন, ‘‘আমি এটা করতে চাইনি। কিন্তু কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না। তাই এই ৩টি কৃষি আইন ছিঁড়ে ফেলছি এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন ব্রিটিশদের থেকেও খারাপ শাসক না হয়ে ওঠে।’’

[আরও পড়ুন:‌ ‌বড় ধাক্কা যোগী সরকারের, কাফিল খানের নামে দেশদ্রোহিতার মামলা নয়, ‘সুপ্রিম’ রায়]

এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‌‘‌প্রতিটি কৃষক এখন ভগৎ সিং হয়ে উঠেছেন। সরকার বলছে, তারা কৃষকদের কাছে নিয়ে নয়া আইনের সুবিধা তুলে ধরবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, কৃষকদের লাভ হবে কারণ তাঁদের জমি কেড়ে নেওয়া হবে না। এটা কি সত্যিই কোনও লাভ?’’ কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভে শুরু থেকেই সমর্থন জুগিয়ে আসছে আম আদমি পার্টি। বিক্ষোভকারীদের পানীয় জল, ওষুধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থাও করেছে দিল্লির সরকার।

 

এদিকে, এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেজরিওয়ালকে ‘‌গিরগিটির’‌ সঙ্গে তুলনা করেন BJP সাংসদ মীনাক্ষি লেখি। তিনি বলেন, ‘‌‘‌২৩ নভেম্বর দিল্লি গ্যাজেটে কেন্দ্রের নয়া তিন আইনের উল্লেখ করা হয়েছে। এখন ওঁরা এই আইনের কপিই ছিঁড়ে ফেলছে। এটা সুবিধা ভোগ করার রাজনীতি। দিল্লির মুখ্যমন্ত্রী আসলে গিরগিটি, যখনতখন রং বদলান।’‌’‌ 

 

[আরও পড়ুন:‌ ‌লকডাউনে লাটে ব্যবসা, দেনা শোধ করতে কিডনি বিক্রির বিজ্ঞাপন কাশ্মীরি ব্যবসায়ীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement