shono
Advertisement

বাড়ি যাবেন না, জঙ্গি হামলা রুখতে অফিসারদের বার্তা কাশ্মীর পুলিশের

লাগাতার জঙ্গি হামলায় চিন্তা বাড়ছে প্রশাসনের৷ The post বাড়ি যাবেন না, জঙ্গি হামলা রুখতে অফিসারদের বার্তা কাশ্মীর পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:56 AM Sep 23, 2018Updated: 02:08 PM Sep 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা লেগেই চলেছে৷ সেনা জওয়ানরাই শুধু নন, রেহাই পাচ্ছেন  না পুলিশকর্মীরাও৷ উদ্বিগ্ন  জম্মু-কাশ্মীর প্রশাসন৷ পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে,  পুলিশকর্মীদের বাড়ি যেতে নিষেধাজ্ঞা জারি করলেন উপত্যকার প্রশাসনিক আধিকারিকরা৷

Advertisement

[ব্যর্থ করুণ আকুতি, বৃদ্ধা মায়ের কান্নাতেও মন গলল না জঙ্গিদের]

সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠী৷ ওই ভিডিও বার্তায় পুলিশ ও সেনা জওয়ানদের চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ চাকরি না ছাড়লে হত্যা করারও হুমকি দেয় সন্ত্রাসবাদীরা৷ এই ভিডিও বার্তায় প্রকাশ পাওয়ার পরই শুক্রবার সকালে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় তিন পুলিশকর্মীকে৷ নিজের ছেলেকে ছেড়ে দেওয়ার করুণ আর্তি জানান অপহৃত নিসার আহমেদের মা৷ ভিডিও বার্তা তিনি জানিয়েছিলেন, যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে নিসার পুলিশের চাকরি থেকে ইস্তফা দেবেন৷ কিন্তু তাতেও জঙ্গিদের মন গলেনি৷ বেশ কিছুক্ষণ পর অপহৃত নিসার আহমেদ, কুলদীপ সিং ও ফিরদৌস কুচের দেহ উদ্ধার করা হয়৷ নিহতদের দেহে গুলির আঘাতের চিহ্ন ছিল৷ এই ঘটনায় আতঙ্কিত উপত্যকার পুলিশ প্রশাসন৷ সূত্রের খবর, ছ’জন পুলিশকর্মী চাকরি ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার চিন্তাভাবনাও করছেন৷ যদিও সেই ঘটনার সত্যতা অস্বীকার করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন৷

[প্রধানমন্ত্রী ভারতীয় সেনার উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, তীব্র আক্রমণ রাহুলের]

উপত্যকার উচ্চপদস্থ আধিকারিকদের দাবি, জঙ্গিরা নিজেদের পথের কাঁটা সরাতে পুলিশ আধিকারিক ও সেনা জওয়ানদের টার্গেট করেছে৷ সীমান্ত এলাকা বা সেনা ছাউনি থেকে নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে পুলিশ কর্মী বা জওয়ানদের উপর হামলা চালাতে পারে না৷ তাই তারা বাড়ি ফিরলেই অপহরণের ছক কষে সন্ত্রাসবাদীরা৷ নিসার, কুলদীপ ও ফিরদৌসকে ঠিক একইভাবে টার্গেট করে জঙ্গিরা৷ সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচতে তাই এই উত্তপ্ত পরিস্থিতিতে বাড়ি না ফেরারই নির্দেশ দিয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা৷

The post বাড়ি যাবেন না, জঙ্গি হামলা রুখতে অফিসারদের বার্তা কাশ্মীর পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement