সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-র মতো পুরোদস্তুর বানিজ্যিক ছবি দিয়ে বলিউডে পা রাখলেও পরবর্তীকালে চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ সতর্কতা দেখিয়েছেন আলিয়া ভাট। ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’ থেকে শুরু করে ‘ডিয়ার জিন্দেগি’। তাঁর চয়েস অফ স্ক্রিপ্টকে সাধুবাদ জানিয়েছেন বলিউডে তাঁর সিনিয়র অভিনেতা-অভিনেত্রীরা। সেই চিত্রনাট্য বেছে নেওয়ার প্রসঙ্গেই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন আলিয়া। তাঁর এই মন্তব্যে চটে যেতে পারেন শাহরুখ, সলমন।
[ধনঞ্জয়ের জীবনের অকথিত ‘সত্যি’ নিয়ে হাজির ট্রেলার]
ভারতীয় ছবি সর্বদাই নায়ককেন্দ্রিক। এমনকী হিরোদের নামেই এক একটা যুগের নামকরণ হয়ে থাকে। এখনও পর্যন্ত বক্স অফিসের নিরিখে নায়কের দৌলতেই টিকে আছে ইন্ডাস্ট্রি। প্রথম থেকে হিন্দি বানিজ্যিক ছবিতে হিরোরাই সর্বেসর্বা। আর নায়িকারা বরাবরই রয়ে গিয়েছেন আড়ালে। তবে বর্তমানে অবস্থার বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। সম্প্রতি নায়িকা কেন্দ্রিক কিছু ছবি ব্যবসা করেছে বক্স অফিসে। তাহলে কি পালটাচ্ছে হিসেব নিকেশ? এরই মধ্যে আলিয়ার বেশ কিছু ছবি আছে যেখানে সে অর্থে কোনও সুপারস্টার না থাকা সত্ত্বেও তা ভালই ব্যবসা করেছে বক্স অফিসে। তাই ছবির চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রে কাস্টিং নয়, গল্পকেই মাথায় রাখেন আলিয়া। এমনকী সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর ছবি হিট করাতে কোনও সুপারস্টারের দরকার নেই। ছবির গল্পই ছবির হিরো।
[বৃষ্টিতেও তুমুল রোম্যান্স, এই দশ নায়িকার শরীরী আঁচে মাত বলিউড]
মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে দেখা যাবে আলিয়াকে। ১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটেই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবির নাম ‘রাজি’। আলিয়ার বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকে। একটি কাশ্মীরি মেয়ে বিয়ে করে এক পাকিস্তানি আর্মি অফিসারকে। মেয়েটি আদতে ভারতীয় গুপ্তচর, যাঁর কাজ স্বামীর গতিবিধি নজরে রাখা। এই ছবির জন্য জিপ চালানো শিখেছেন আলিয়া। শিখেছেন কাশ্মীরি ভাষাও। এই প্রথমবার ভিকির সঙ্গে কাজ করবেন আলিয়া। সেই প্রসঙ্গে তিনি জানান, ভিকির প্রথম ছবি দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। আলিয়ার মতে তাঁর থেকে অনেক ভাল অভিনেতা ভিকি।
The post আলিয়ার এই মন্তব্যে চটে যেতে পারেন শাহরুখ-সলমন! appeared first on Sangbad Pratidin.