সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেকে ক্রিকেটার হিসাবে দেখতে চান না বলে জানালেন যুবরাজ সিং (Yuvraj Singh)। একটি সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বলেন, ক্রিকেটারদের সন্তানদের উপর প্রচুর চাপ তৈরি করে মিডিয়া। নিজের সন্তানের উপর সেই চাপ আসুক সেটা চান না যুবি। যদিও যুবি বলেন, ক্রিকেট ব্যাটের প্রতি বেশ আগ্রহ রয়েছে তাঁর শিশুপুত্রের। প্রসঙ্গত, যুবির বাবা যোগরাজ সিং নিজেও ক্রিকেটার ছিলেন।
ভারতীয় দলের হয়ে দুবার বিশ্বকাপ জিতেছেন যুবরাজ সিং। ২০১১ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের শিরোপাও উঠেছিল তাঁর মুকুটে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা আজও ক্রিকেটপ্রেমীদের মনে অমলিন। ক্যান্সারকে হারিয়েও আবার ফিরে এসেছেন বিশ্বকাপের ময়দানে। ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন তারকা। কিন্তু নিজের ছেলেকে সেই জায়গায় দেখতে চান না ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা।
[আরও পড়ুন: পরিণতি পাচ্ছে সারা-শুভমানের প্রেম? বিয়ের খবর ফাঁস করলেন এই ক্রিকেটার]
একটি সাক্ষাৎকারে যুবরাজ বলেন, “কয়েকদিন আগে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে গলফ স্টিক ফেলে ক্রিকেট ব্যাট তুলে নিয়েছিল আমার ছেলে। ব্যাট নিয়েই এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে। অবশ্যই নিজের পছন্দের ব্যাপার থাকে, স্বাভাবিকভাবেই সেখানে বাধা দেওয়া যায় না। আমার ছেলে যদি ক্রিকেটার হতে চায় তাহলে আমি বাধা দেব না। তবে ও এখনও খুবই ছোট।”
তবে এরপরেই যুবি সাফ জানান, ব্যক্তিগতভাবে তিনি চান না ছেলে ক্রিকেটার হোক। প্রাক্তন ক্রিকেটারের মতে, “আমি চাই না আমার ছেলে ক্রিকেটার হোক। কারণ ক্রিকেটারের সন্তান হিসাবে এমনিতেই তাদের উপর প্রচুর চাপ থাকে। সমানে বাবা-মায়ের সঙ্গে তাদের তুলনা চলে। আমার মনে হয় এই চাপটা অসহ্য।” প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারি মাসে জন্ম নেয় যুবির ছেলে অরিয়ন।