সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের কাছে একটি বাণিজ্যতরীতে ড্রোন হামলা। আরব সাগরে ওই জাহাজটির সঙ্গে ড্রোনের সংঘর্ষের পরেই বিস্ফোরণ ঘটে। জাহাজের খতি হলেও হতাহতের খবর নেই। উদ্ধারকাজে নেমেছে ভারতীয় উপকূলরক্ষা বাহিনী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাণিজ্যতরীটি ইজরায়েল প্রশাসনের নথিভুক্ত জাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে কারা ড্রোন হামলা চালাল তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, তেলবাহী জাহাজ এমভি চেম প্লটোর জাহাজকর্মীদের মধ্যে ২০ জনই ভারতীয়। পোরবন্দর থেকে ২১৭ নটিক্যাল মাইল দুরে ড্রোন হামলা হয় এমভি চেম প্লটোতে। অপরিশোধিত তেল নিয়ে সৌদ আরব থেকে আসছিল জাহাজটি। গন্তব্য ছিল ভারতের ম্যাঙ্গালুরু বন্দর। হামলার বিষয়টি বোঝা মাত্র ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর জাহাজ আইসিজিএস বিক্রম চেম প্লটোর দিকে রওনা হয়। এছাড়াও সমুদ্র কাছাকাছি থাকা জাহাজগুলিকে ইজরায়েলি জাহাজটিকে সাহায্য করতে বলে উপকূলরক্ষা বাহিনীর অধিকর্তারা।
[আরও পড়ুন: গুরুতর অসুস্থ উস্তাদ রাশিদ খান, ভর্তি হাসপাতালে]
শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জন ভারতীয়-সহ জাহাজের সমস্ত কর্মী সুস্থ আছেন বলে জানা গিয়েছে। তবে জাহাজটি বিকল হয়ে পড়ায় থমকে যায়। উল্লেখ্য, গত সোমবার ভারতীয় নৌবাহিনী ছিনতাইকৃত মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ থেকে একজন আহত নাবিককে উদ্ধার করেছিল। আরব সাগরে এমভি রুয়েন নামক জাহাজে ছয়জন জলদস্যু অবৈধভাবে উঠেছিল বলে জানা গিয়েছে।