shono
Advertisement

টার্গেট কলকাতার নামী স্কুলের পড়ুয়ারা, গোয়েন্দাদের জালে দুই মাদক কারবারি

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ হাজার টাকা মূল্যের পঞ্চাশ গ্রাম ব্রাউন সুগার৷ The post টার্গেট কলকাতার নামী স্কুলের পড়ুয়ারা, গোয়েন্দাদের জালে দুই মাদক কারবারি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:44 PM Jul 13, 2019Updated: 04:47 PM Jul 13, 2019

অর্ণব আইচ: মাদক ব্যবসায়ীদের টার্গেটে স্কুল পড়ুয়ারা৷ সূত্র মারফৎ পাওয়া খবরের ভিত্তিতে, এই চক্রের বিরুদ্ধে এবার বড়সড় সাফল্য পেলেন লালবাজারের গোয়েন্দারা৷ শুক্রবার রাতে পার্ক সার্কাস এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলেন তাঁরা৷ ধৃতদের নাম আসগর হোসেন ও আরশদ হোসেন৷ তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ৫০ গ্রাম ব্রাউন সুগার৷ গোয়েন্দা সূত্রে খবর, পার্ক সার্কাস এলাকার অভিজাত স্কুলগুলির পড়ুয়াদের মধ্যে এই ভয়ংকর মাদকসেবনের নেশা ছড়ানোর কাজ করত এরা৷ ছাত্র-ছাত্রীদের কাছে এই ধরনের মাদকদ্রব্যগুলি বিক্রি করত তারা৷

Advertisement

[ আরও পড়ুন: কবি সুভাষ স্টেশনে দরজা খুলল না কামরার, ব্যস্ত সময়ে মেট্রো মিস করে ক্ষুব্ধ যাত্রীরা]

লালবাজার সূত্রে খবর, এই দুই মাদক ব্যবসায়ী সম্পর্কে আগাম খবর ছিল তাঁদের কাছে৷ সেমতোই শুক্রবার রাতে পার্ক সার্কাস এলাকার দরগা রোডে জাল বিছিয়ে রাখেন গোয়েন্দারা৷ সাড়ে দশটা নাগাদ দুই সন্দেহভাজন ব্যক্তিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন তাঁরা৷ সঙ্গে সঙ্গে তাঁদের পাকড়াও করা হয়৷ ধৃতের নাম, পরিচয় জেনে, তাদের হেফাজতে নেন অফিসাররা৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫০ গ্রাম ব্রাউন সুগার৷ ভারতীয় বাজারে যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা৷ এদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ৷ সূত্রের খবর, শনিবারই ধৃতদের আদালতে পেশ করে, তাদের হেফাজতে নিতে চাইবেন তদন্তকরারীরা৷

গোয়েন্দা সূত্রে খবর, নিজেদের এই মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন ধৃতরা৷ তারা জানিয়েছেন যে, পার্ক সার্কাস এলাকার অভিজাত স্কুলের পড়ুয়ারাই ছিল তাদের শিকার৷ ছাত্র-ছাত্রীদের মধ্যে ভয়ংকর মাদকের নেশা ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে গোপনে কাজ করছে তারা৷ জানা গিয়েছে, ধৃতদের এই স্বীকারোক্তি, অফিসারদের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে৷ কারণ, ডন বসকো ও মহাদেবী বিড়লার মতো অভিজাত স্কুল ওই এলাকায় রয়েছে৷ সেখানকার পড়ুয়াদের কাছেই ধৃতরা মাদক বিক্রি করত বলে অনুমান অফিসারদের৷ সূত্রের খবর, ধৃত দুই মাদক বিক্রেতার থেকে তাদের ক্রেতাদের নাম ও পরিচয় জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। এর ভিত্তিতেই ওই দুই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, সেই ছাত্রছাত্রীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করবেন তদন্তকারীরা।

[ আরও পড়ুন:  বিরোধীরা থাকলে লাভ নিজেদেরই, তৃণমূল নেতাদের ‘ক্লাস’ নিলেন প্রশান্ত কিশোর ]

The post টার্গেট কলকাতার নামী স্কুলের পড়ুয়ারা, গোয়েন্দাদের জালে দুই মাদক কারবারি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement