shono
Advertisement

মদ্যপ আইনজীবীপুত্র পিষে দিল ১২টি অটো, মৃত এক

তদন্তের কাজ দ্রুত শেষ করেই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ।
Posted: 07:58 PM Sep 19, 2016Updated: 02:28 PM Sep 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ট্রাফিক নিয়মানুসারে বেআইনি। ঘটনাচক্রে এমনই এক বেআইনি কাজ করলেন চেন্নাইয়ের এক আইনজীবীর পুত্র। তার বেপরোয়া গাড়ি চালানোর মাশুল গুনল গরিব এক অটোচালক।

Advertisement

চেন্নাইয়ের ডা: রাধাকৃষ্ণ সালাই অঞ্চলে দাঁড়িয়ে থাকা ১২টি অটোতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এই গাড়ি। ১২ জন অটোচালকের মধ্যে ঘটনাস্থলেই মারা যান একজন। বাকি ১১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির চালকের আসনে ছিল সুপ্রিমকোর্টের এক আইনজীবী বিজয় আনন্দের পুত্র বিকাশ আনন্দ।

সূত্রের খবর বিকাশ ও তাঁর বন্ধু, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের বিজয়ী দল টুটি প্যাট্রিয়টের তরফ থেকে আয়োজিত একটি পার্টি থেকে ফিরছিলেন। ফেরার পথেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোগুলিতে ধাক্কা মারে। সেই সময় চালকরা অটোর ভিতরে ঘুমোচ্ছিলেন। ফলে দুর্ঘটনা এড়ানো যায়নি।

পুলিশ জানিয়েছে, বিকাশ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল, তাই এই দুর্ঘটনা ঘটে।

জানা যাচ্ছে, বিকাশের সঙ্গে যে বন্ধু ছিলেন তিনি এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ভাই। বিকাশ এবং তার বন্ধু দুজনেই ঘটনায় অক্ষত আছেন।

পুলিশ বিকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তদন্তের কাজ দ্রুত শেষ করেই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement