shono
Advertisement

ইনিই বাণিজ্যিক পাইলটের তকমা পাওয়া দুবাইয়ের প্রথম রাজকন্যা

ক্লিক করে দেখুন তাঁর সম্পূর্ণ ঝলক৷ The post ইনিই বাণিজ্যিক পাইলটের তকমা পাওয়া দুবাইয়ের প্রথম রাজকন্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:07 PM Feb 08, 2017Updated: 08:23 AM Feb 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষশাসিত সমাজ থেকে রাজনৈতিক আভিজাত্যের বোঝা৷ সব কিছুকে কাটিয়ে আকাশে উড়ান ভরলেন দুবাই রাজপরিবারের তরুণ তুর্কি৷ শেইখা মোজাহ আল মাকটুম৷ বাণিজ্যিক পাইলটের তকমা পাওয়া দুবাইয়ের প্রথম রাজকন্যা৷

Advertisement

শুটিং ফ্লোরে আগুন, ঝাঁপিয়ে পড়ে নায়িকাকে বাঁচালেন এই নায়ক

রাজ পরিবারের এই রাজকীয় কাহিনি প্রকাশ্যে এনেছেন পরিবারেরই একজন সদস্য শেইখা লতিফা৷ পাইলটের বেশে মোজাহর ছবি দিয়ে তিনি লিখেছেন, সীমানা ছাড়ানো আকাশই শেষ নয়৷ স্বপ্ন দেখতে পারলেই তা পূরণ হবে৷

মহিলাদের মন জয় করতে এবার ভোটের আসরে ‘মোদি শাড়ি’

রাজকন্যা হলেও প্রথম থেকেই প্রথা ভাঙার ঝোঁক ছিল মোজাহর৷ পর্দার বাইরে বেরিয়ে বারবার গতির সঙ্গে লড়াই করেছেন তিনি৷ বশ মানিয়েছেন দুরন্ত ঘোড়াকে৷ এবার পূরণ করেছেন আকাশে ওড়ার স্বপ্ন৷ রাজ পরিবারের সদস্যরাও স্বাগত জানিয়েছেন মোজাহর এই পদক্ষেপকে৷

বসন্ত উৎসব ‘গলা কাটা’, নিষেধাজ্ঞা জারি পাক মুলুকে

The post ইনিই বাণিজ্যিক পাইলটের তকমা পাওয়া দুবাইয়ের প্রথম রাজকন্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement