shono
Advertisement

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ ‘দঙ্গল কেক’তৈরি করল এই বেকারি

ভিডিওতে দেখুন কীভাবে তৈরি হয়েছে সেই কেক। The post স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ ‘দঙ্গল কেক’ তৈরি করল এই বেকারি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Aug 12, 2017Updated: 03:52 PM Oct 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে রেকর্ড অঙ্কের মাইলস্টোন ছুঁয়েছে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছবি ‘দঙ্গল’। দেশ ছাপিয়ে বিদেশের মাটিতেও এই ছবি রমরমিয়ে ব্যবসা করেছে। চিনে ভূয়সী প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ভারতীয় কুস্তিগির গীতা ও ববিতা ফোগাটের জীবনী নিয়ে তৈরি এই ছবি। তবে সেই ছবি নিয়ে পাগলামো যে এখনও শেষ হয়নি, তারই ফের প্রমাণ মিলল। এবার স্বাধীনতা দিবসের সঙ্গে জুড়ে দেওয়া হল ‘দঙ্গল’ ছবিকে।

Advertisement

কীভাবে? ৫৪ কেজির আস্ত একটি ‘দঙ্গল কেক’ তৈরি করা হয়েছে। যেখানে মহাবীর ফোগাট অর্থাৎ আমির খান তাঁর দুই মেয়েকে কুস্তির আখড়ায় প্রশিক্ষণের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। তবে ভারতীয় কোনও বেকারি এই বিরাট কেকটি বানায়নি। দুবাইয়ের ব্রডওয়ে বেকারিতে তৈরি হয়েছে এই কেক। দীর্ঘ এক মাস ধরে শিল্পী এই কেক তৈরি করেছেন। আর তা বানাতে খরচ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। বেকারি জানাচ্ছে, বিশ্বের সর্ববৃহৎ ভোজ্য কেকটি ২৪০ জন আরাম করে খেতে পারবেন।

[ফেসবুকে কুরুচিকর আক্রমণের শিকার সাহানা বাজপেয়ী, পুলিশের দ্বারস্থ শিল্পী]

জানা গিয়েছে, ক্রেতার দাবি ছিল, এই মহামূল্যবান কেকের কিছু অংশকে সোনায় মুড়ে দিতে হবে। তার সেই ইচ্ছাও পূরণ করা হয়েছে। কেকের দু’পাশে দু’টি সোনার পদক রয়েছে। যা মনে করিয়ে দিয়েছে গীতা ফোগাটের দিল্লি কমনওয়েলথ গেমসে সোনা জয়ের স্মৃতি। সেই পদক দু’টিকে ৭৫ গ্রাম ভোজ্য সোনা দিয়ে তৈরি করেছেন শিল্পী। বেকারির তরফে বলা হয়েছে, ১০০ শতাংশ ভোজ্য এই কেকটি সিগনেচার চকোলেট স্পঞ্জ, বেলজিয়াম চকোলেট, ভোজ্য সোনার মতো দামি উপকরণ দিয়ে তৈরি। তাই নিঃসন্দেহে এর দামও আকাশছোঁয়া। ‘দঙ্গল’ ছবি দুবাইয়েরও মন ছুঁয়েছে। আর তাই ভারতের ৭১তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই কেক তৈরি করেছে ব্রডওয়ে বেকারি।

[প্রায় ৫০,০০০ দর্শকের আপত্তি, বন্ধ হতে পারে এই সিরিয়াল]

ভিডিওতে দেখুন কীভাবে তৈরি হয়েছে সেই কেক।

The post স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ ‘দঙ্গল কেক’ তৈরি করল এই বেকারি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement