shono
Advertisement

Breaking News

ডোবালো সেই গোল মিস রোগ! ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জয় অধরা মোহনবাগানের

ডার্বির আগে এই পারফরম্যান্স ভালমতো চিন্তায় রাখবে সবুজ-মেরুনকে।
Posted: 08:02 PM Aug 24, 2022Updated: 08:10 PM Aug 24, 2022

মুম্বই সিটি এফসি: ১ (জর্জ দিয়াজ)
মোহনবাগান: ১ (লিস্টন)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচের ভুল শোধরাতে পারল না মোহনবাগান (Mohun Bagan)। ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধেও ভুরি ভুরি সুযোগ নষ্ট করল সবুজ-মেরুন ব্রিগেড। যার ফলে এদিনও জয় অধরা থেকে গেল মোহনবাগানের। এদিন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল সবুজ-মেরুন শিবির। মোহনবাগানের হয়ে গোল করলেন লিস্টন কোলাসো।

Advertisement

প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) কাছে হারের পর কোচ ফেরান্দো সাফাই দিয়েছিলেন, ফুটবলাররা ঠিকঠাক ফিনিশ করতে পারলে ৬-৭ গোল করতে পারত মোহনবাগান। অর্থাৎ দলের ফিনিশিংয়ে যে খামতি থেকে গিয়েছিল, সেটা মেনে নিয়েছেন সবুজ-মেরুন কোচ। কিন্তু সেই খামতি এদিন পূরণ করার কোনও লক্ষণ দেখা গেল না। ভুরি ভুরি সুযোগ তৈরি হল, কিন্তু গোল এল মাত্র একটা। উলটে রক্ষণের দুর্বলতার সুযোগে মুম্বই গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে ফেলল।

[আরও পড়ুন: এবার থেকে প্রতি বছর TET, দায়িত্ব নিয়েই ‘কথা দিলেন’ প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি]

আইএসএলের (ISL) মঞ্চে মোহনবাগানের শক্ত গাঁট হিসেবে যথেষ্ট সুবিদিত মুম্বই। তাদের বিরুদ্ধে বুধবার জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) লড়াই ছিল কার্যত ‘ডু অর ডাই’। প্রতিযোগিতায় টিঁকে থাকতে হলে জিততেই হত মোহনবাগানকে। কিন্তু সেটা পারলেন না কাউকো, বুমোসরা। অথচ, ম্যাচের শুরুটা ভালই করেছিল মোহনবাগান। আক্রমণভাগে ভাল পাস এবং গতি বারবার মুম্বইয়ের রক্ষণকে চাপে ফেলে দিচ্ছিল। লাগাতার চাপ তৈরি করে ম্যাচের ৪০ মিনিটেই লিস্টনের হাত ধরে প্রথম গোল পায় সবুজ-মেরুন শিবির। দ্বিতীয়ার্ধেও মোহনবাগান আক্রমণাত্মকভাবেই শুরু করেছিল। কিন্তু গোল পায়নি। উলটে ৭৭ মিনিটে গোল করে ম্যাচ ড্র করে মুম্বই।

[আরও পড়ুন: বাস ভাড়া বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা, ১০ হাজার টাকা জরিমানাও করল হাই কোর্ট]

দিন চারেকের মধ্যেই এই মোহনবাগানকে নামতে হবে ডার্বিতে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামার আগে দলের যা অবস্থা তাতে খুব একটা খুশি হবেন না সবুজ-মেরুন সমর্থকরা। মাঝে মাঝে ভাল ফুটবল উপহার দিলেও, ৯০ মিনিট সেই ছন্দ ধরে রাখতে পারছেন না সবুজ-মেরুন ফুটবলাররা। আর সবচেয়ে যেটা চিন্তার সেটা হল সুযোগ কাজে না লাগানো। প্রথম দু’ম্যাচেই যার খেসারত দিতে হল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement