shono
Advertisement
Khadaan

বাংলার বাইরের সিনেমা হলেও 'বাপ' দেব, রবিবারের শো হাউসফুল! কত আয় হল 'খাদান'-এর?

রাজধানী দিল্লির শো হাউসফুল হওয়ার খবর শেয়ার করেছেন খোদ দেব।
Published By: Suparna MajumderPosted: 10:51 AM Jan 05, 2025Updated: 05:58 PM Jan 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'আছে রে আছে বুকের পাটা/মাটির ছেলে, বাপের ব্যাটা...' --- তাই তো রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব 'রাজার রাজা'। জাতীয় স্তরেও হাউসফুল 'খাদান'। ছবির দুই প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকেই জানানো হয়েছে এই খবর। সিনেমা হলের তালিকা দিয়ে করা হয়েছে পোস্ট। রবিবার রাজধানী দিল্লির শো হাউসফুল হওয়ার খবর শেয়ার করেছেন খোদ দেব।

Advertisement

গত ২০ ডিসেম্বর থেকে বাংলার বক্স অফিসে রাজত্ব করছে দেবের 'খাদান'। দেব, যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তীদের ছবি সারা দেশে মুক্তি পায় নতুন বছরের ৩ জানুয়ারি। দুদিনেই সারা দেশে কামাল দেখাচ্ছে 'খাদান'। মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণের মাল্টিপ্লেক্সে কোথাও সিনেমা হাউসফুল আবার কোথাও প্রায় হাউসফুল।

 

দেব যে এক্স পোস্ট শেয়ার করেছেন, তাতে জানানো হয়েছে, দিল্লি-এনসিআরের রবিবারের শো-ও হাউসফুল। অর্থাৎ রাজ্যের পর দেশেও খাদানের জয়যাত্রা অব্যাহত।

মুক্তির দিনই এক কোটি টাকা আয় করে ফেলেছিল 'খাদান'। সেই নিরিখে দেবের 'আমাজন অভিযান'-এর পরই এই সিনেমার স্থান। মাত্র ১১ দিনে ১০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে দেবের ছবি। যা বাংলা সিনেমার ইতিহাসে দ্রুততম। ১৫ দিনে ছবির মোট আয় ১২.৩ কোটি টাকা। উইকিপেডিয়ার হিসেব বলছে এখনও পর্যন্ত 'খাদান' মোট ১৩ কোটি ২০ লক্ষ টাকার ব্যবসা করেছে। এদিকে 'টলি বাংলা বক্স অফিস'-এর হিসেব অনুযায়ী, ২০২৪ সালে জাতীয় স্তরে বাংলা সিনেমার আয়ের নিরিখে সবার আগে 'বহুরূপী'। বাংলার বাইরে ৯ সপ্তাহে ছবির আয় ৫.৫১ কোটি। যেখানে 'খাদান' ইতিমধ্যেই দুকোটির বেশি ব্যবসা করে ফেলেছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জাতীয় স্তরেও হাউসফুল 'খাদান'। ছবির দুই প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকেই জানানো হয়েছে এই খবর।
  • রবিবার রাজধানী দিল্লির শো হাউসফুল হওয়ার খবর শেয়ার করেছেন খোদ দেব।
Advertisement