সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২। জম্মু-কাশ্মীর লাগোয়া বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। এছাড়াও পাকিস্তানের বেশ কিছু এলাকাতেও প্রভাব পড়ে ভূমিকম্পের।
তবে কম্পনের মাত্রা বেশি না থাকায় ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর মেলেনি। শনিবার বেলা চারটে নাগাদ কম্পন অনুভূত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বলা হয় বাসিন্দাদের।
[চলবে বৃষ্টির দাপট, জানাল আবহাওয়া দপ্তর]
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর ইসলামাবাদ, মুজাফফরবাদ, নীলম ভ্যালি ও পাক অধিকৃত অ্যাবোটাবাদের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পের প্রভাবে। ভারতের মৌসম ভবন ভূমিকম্পের খবরের সত্যতা স্বীকার করেছে। তবে এখনও বিস্তারিত তথ্য এই বিষয়ে জানা যায়নি। অন্যদিকে, পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানাচ্ছে ৫.২ মাত্রার ভূমিকম্প হয়েছে ভারত পাকিস্তান সীমান্তের জম্মু ও কাশ্মীর এলাকায়। খাইবার পাখতুনখোয়া এলাকার কাঘানে মাটির ১৩ কিমি নিচে কম্পনের উৎসস্থল। এর আগে, ওই এলাকারই মানশেরা জেলার বাফ্ফাতে ৪.৭ মাত্রার কম্পন অনুভূত হয় বলে খবর।
The post ভূমিকম্পে কাঁপল কাশ্মীর ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা appeared first on Sangbad Pratidin.