shono
Advertisement

মিনার্ভাকে ৫ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

অ্যাওয়ে ম্যাচ জিতে পয়েন্টের নিরিখে মোহনবাগানকে ছুঁয়ে ফেললেন মেহতাবরা৷ The post মিনার্ভাকে ৫ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:04 PM Jan 29, 2017Updated: 04:28 PM Jan 29, 2017

মিনার্ভা – ০

Advertisement

ইস্টবেঙ্গল – ৫ (ওয়েডসন- পেনাল্টি-সহ ৩, প্লাজা, রবিন)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের গুরু নানক স্টেডিয়ামের অবস্থা দেখে চমকে উঠেছিলেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান৷ সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ হয়েছে এই মাঠেই৷ ইতিউতি ছড়িয়ে পেরেক, সেফটি পিন, কাগজ৷ এখানেই শেষ নয়, মাঠের মাঝ বরাবর স্পষ্ট হয়ে রয়েছে গাড়ির চাকার দাগ৷ মাঠ নয়, দেখে হতে পারে কোনও খাটালে আই লিগ ম্যাচের আয়োজন করা হয়েছে৷ রবিবার মাঠ সাফাই হলেও রাতারাতি সম্পূর্ণ ভোল বদলানো গেল না৷ তার উপর বৃষ্টিভেজা লুধিয়ানার ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন পরীক্ষাও ছিল৷ তবে চ্যাম্পিয়নশিপের দৌড়ে নেমে আর কোনও বাধাকেই বাধা হিসেবে মানলেন না রবিন সিং, লালরিনডিকারা৷ সব বাধা টপকে ঘরের দলকে উড়িয়ে দিয়ে তিন পয়েন্ট পকেটে পুরলেন মর্গ্যানের ছেলেরা৷

(ইতিহাস গড়ে ১৮তম গ্র্যান্ড স্লাম জয় ফেডেরারের)

বেঙ্গালুরুর বিরুদ্ধে দুরন্ত ফর্মে দেখা গিয়েছিল রবিন সিংকে৷ তাই দলের সঙ্গে যোগ দেওয়া নতুন বিদেশি ইল্ডার আমিরভকে বসিয়ে ভারতীয় স্ট্রাইকারকেই শুরু থেকে খেলান মর্গ্যান৷ কোচকে হতাশ করেননি শিষ্য৷ এদিনও তাঁর পা থেকে এল একটা দুরন্ত গোল৷ তবে তার আগে ইস্টবেঙ্গলকে অনেকটা এগিয়ে দিয়েছিলেন ওয়েডসন৷ একটি পেনাল্টি-সহ চলতি আই লিগে প্রথম হ্যাটট্রিক করলেন হাইতিয়ান ফরোয়ার্ড৷ প্রথমটা রালতের চিপ থেকে গোলকিপারকে ছাপিয়ে বল জালে জড়িয়ে দেন ওয়েডসন৷ বিদেশি স্ট্রাইকারের তৃতীয় গোলটির নেপথ্যে ছিলেন প্লাজা৷ ওয়েডসনকে দিয়ে যেমন গোল করালেন, তেমন নিজেও এদিন গোল একটি করেন প্লাজা৷ দুই অর্ধেই মিনার্ভার ডিফেন্স নিয়ে রীতিমতো ছিনিমিনি খেললেন লাল-হলুদ ফুটবলাররা৷ আই লিগে প্রথমবার অংশ নেওয়া বিপক্ষকে খেলার যেন কোনও সুযোগই দিলেন না তাঁরা৷

(জাতীয় সঙ্গীতের অবমাননা! সৌরভের ভিডিও ঘিরে এবার বিতর্ক নেটদুনিয়ায়)

অ্যাওয়ে ম্যাচ জিতে পয়েন্টের নিরিখে মোহনবাগানকে ছুঁয়ে ফেললেন মেহতাবরা৷ তাঁদেরও পয়েন্ট ১৩৷ তবে গোল পার্থক্যে আপাতত তালিকার শীর্ষে ইস্টবেঙ্গল৷ বড়সড় এই জয়ের পর মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে লাল-হলুদ বাহিনী৷

The post মিনার্ভাকে ৫ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement