ইস্টবেঙ্গল – ১ (ডং- পেনাল্টি) মহামেডান – ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস কি তৈরি হয়ে গেল? ইস্টবেঙ্গল কি টানা সপ্তমবার কলকাতা লিগের ট্রফি ঘরে তুলে ফেলল? আনুষ্ঠানিকভাবে সে কথা এখনও বলা যাবে৷ তবে সে ঘোষণা যে এখন শুধুই সময়ের অপেক্ষা, তা লাল-হলুদ সমর্থকরা বুঝে গিয়েছেন৷ আর তাই বৃহস্পতিবার থেকেই চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশন শুরু করে দিলেন তাঁরা৷
একেতেই মিনি ডার্বির উত্তেজনা, তার উপর ইতিহাসের হাতছানি৷ সবমিলিয়ে লক্ষ্মীবারের কল্যাণী ছিল জমজমাট৷ এদিন পারফরম্যান্সের থেকে জয়ের উপরই বেশি জোর দিয়েছিলেন লাল-হলুদ কোচ ড্রাইডেন৷ তাই শুরু থেকেই আক্রমণ শানিয়ে ছিলেন ফুটবলাররা৷ জিতেন মুর্মুর হেড থেকে গোল মিস ছাড়া প্রথমার্ধে বলার মতো কিছুই নেই৷ দু’পক্ষেরই খেলা সেভাবে দানা বাঁধল না৷ দ্বিতীয়ার্ধে অনেক বেশি গতিশীল ফুটবল উপহার দিল দুই দল৷ এই মরশুমের শুরু থেকে যে দুরন্ত ফর্মে মহামেডানকে দেখা গিয়েছে, এদিনও তার ব্যতিক্রম হল না৷ দ্বিতীয়ার্ধে একাধিকবার সাদা কালো ডেরায় হানা দিয়েও রক্ষণ ভাঙতে সক্ষম হলেন না ডং, রফিকরা৷ তবে সব পার্থক্য গড়ে দিল একটা পেনাল্টি৷ বক্সের ভিতর লালরিন্ডাকাকে ফাউল করে বসেন মহামেডান গোলকিপার জেমস৷ গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি ডং৷ দ্বিতীয়ার্ধে দীপেন্দুর শট বারে লেগে বেরিয়ে না গেলে ম্যাচের ফল অন্যরকম হতেও পারত৷ এদিন জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়ে উঠতে পারতেন জিতেন৷ কিন্তু তেমনটা হল না৷ ৭৬ মিনিটে আরও একটি সুযোগ হাতছাড়া করেন৷
এই জয়ের ফলে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট হয়ে গেল মেহতাবদের৷ বাকি আর একটি ম্যাচ৷ রবিবার এরিয়ানের বিরুদ্ধে নামবেন মেহতাবরা৷ তবে ডার্বি ম্যাচের পয়েন্ট নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আইএফএ৷ আর সেই কারণেই টানা সপ্তমবার চ্যাম্পিয়নের তকমা গায়ে চাপাতে আরও খানিকটা অপেক্ষা করতেই হচ্ছে মরগ্যানবাহিনীকে৷ তবে ফুটবলাররা ওসব হিসেব-নিকেষ করছেন না৷ ইস্টবেঙ্গল তাঁবুতে তাই এদিন থেকেই ৩৮তম কলকাতা লিগ জয়ের উৎসব শুরু হয়ে গেল৷
The post মিনি ডার্বি জিতে কার্যত লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল appeared first on Sangbad Pratidin.