শৌনক চক্রবর্তী: হ্যাঁ, অবাক হওয়ার মতোই কথা। ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মনে করছেন সুপার কাপে খেলার সামান্য সুযোগ এখনও আছে তাঁদের কাছে।
কোয়েস বনাম ইস্টবেঙ্গল লড়াই চলছে। আগের দিন দুই পক্ষের বৈঠক হয়। কোয়েস জানায় ইস্টবেঙ্গল সুপার কাপ খেলবে না। শুক্রবার সকালে প্রায় ঘণ্টা দেড়েকের অনুশীলন শেষে আলেজান্দ্রো যা বললেন তাতে একটা প্রশ্ন আবার উঠে গেল। সিদ্ধান্তের কথা তিনি আদৌ জানেন তো? শুক্রবার সকালে আলেজান্দ্রো যা যা বললেন তা এরকম। জিজ্ঞাসা করা হয়েছিল আপাতত পরিস্থিতি কী? কোচের উত্তর, “আমরা সুপার কাপে কালকের ম্যাচ হয়তো খেলব না। তবে এটা পুরোপুরি ক্লাব প্রশাসনের সিদ্ধান্ত। তবে মনে হচ্ছে এখনও সামান্য সুযোগ আমাদের সামনে রয়েছে। দেখা যাক। সুপার কাপ শেষ সুযোগ-মানছি না। এবার আমরা খুব ভাল খেলেছি। ফুটবলাররা উন্নতি করেছে। দু’টো ডার্বি জিতেছি, সমর্থকদের ভালবাসা পেয়েছি। বড় কোনও ট্রফি না জেতায় আক্ষেপ নেই। পরের মরশুমের কাজ শুরু করেছি। টার্গেট, এবার যে ট্রফিগুলো জিতিনি সেগুলো পরেরবার জিতে নেওয়া।”
[আরও পড়ুন: বাল্যবিবাহ অভিশাপ! সচেতনতায় সাইকেলে দেশভ্রমণ পুরুলিয়ার অক্ষয়ের]
স্প্যানিশ কোচ এও জানান, মাঝে কোনও টুর্নামেন্ট খেলার পরিকল্পনা নেই। ছেলেদের তৈরি করছেন। তবে ক্লাব যে সিদ্ধান্ত নেবে সেটা ধরেই এগোতে হবে। সুপার কাপ না খেলার হতাশা রয়েছে? আলেজান্দ্রো বলছেন, “সেটা তো হবেই। তবে ক্লাব যখন কোনও সিদ্ধান্ত নিয়েছে বুঝতে হবে দলের ভালর জন্যই নিয়েছে। আমাদের উচিত ক্লাবের সিদ্ধান্তের পাশে থাকা। তবে আমরা টুর্নামেন্ট খেলতে চাই, জিততে চাই। এখন টার্গেট পরের মরশুমের আগে প্রস্তুতি শুরু করে দেওয়া।”
সবকিছু যদি ঠিক থাকত তাহলে আগামিকাল, শনিবার সুপার কাপের ম্যাচে নামত ইস্টবেঙ্গল। তা এখন অতীত। কিন্তু আলেজান্দ্রোর কথায় সেখানে আবার নতুন মোড়। তবে মিরাকলের মতো সব ঠিক হয়ে গেলে আগামিকাল সকালেই উড়ে যাবে দল। খেলা তো সন্ধ্যাবেলা। প্রস্তুতি তো নিয়েই রেখেছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।
[আরও পড়ুন: নো-বল বিতর্কে ক্ষোভ উগরে দিলেন কোহলি, সরব প্রাক্তন তারকারাও]
The post সুপার কাপ নিয়ে এখনও আশা ছাড়েননি ইস্টবেঙ্গল কোচ! appeared first on Sangbad Pratidin.