shono
Advertisement
RG Kar

গোলের সেলিব্রেশন থেকে ভক্তদের ব্যানার, ম্যাচ জুড়ে 'জাস্টিস ফর আর জি কর' বার্তা ইস্টবেঙ্গলের

কলকাতা লিগে রেনবো এসির বিরুদ্ধে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল।
Published By: Anwesha AdhikaryPosted: 05:21 PM Aug 20, 2024Updated: 08:19 PM Aug 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে বিচার চেয়ে লাগাতার প্রতিবাদ ফুটবলপ্রেমীদের। গত রবিবার পথে নেমে ঐক্যবদ্ধ হয়ে বিচারের দাবিতে গলা মিলিয়েছিলেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা। সোমবার মাঠে নেমে গোল করে জাস্টিস ফর আর জি কর বার্তা দেন মহামেডান ফুটবলার মহীতোষ। মঙ্গলবারও সেই ধারা বজায় থাকল ময়দানে। গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে যাওয়ার পরে আর জি কর কাণ্ডে বিচার চেয়ে বার্তা দেন লাল-হলুদ ফুটবলাররা। ম্যাচ চলাকালীন ইস্টবেঙ্গল মাঠেও আর জি করের পাশে থাকার বার্তা দিয়ে ব্যানার রাখা ছিল।

Advertisement

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব কলকাতা। যার আঁচ পড়েছে খেলার মাঠেও। ‘জাস্টিস ফর আর জি কর’-এর দাবিতে পথে নেমেছেন শুভাশিস বসুর মতো ফুটবলার। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান সমর্থকদের মিলিত প্রতিবাদও দেখা গিয়েছে। সোমবার কলকাতা লিগের ম্যাচে ‘জাস্টিস ফর আর জি কর’-এর দাবিতে শামিল হন মহামেডানের ফুটবলাররা। জার্সিতে ওই স্লোগান তুলে ধরে নিজেদের প্রতিবাদ জানান।

[আরও পড়ুন: ‘বিজয়ী ভব’, প্যারালিম্পিকে ভারতীয়দের নতুন নজির গড়তে উৎসাহ মোদির

দেশের গণ্ডি পেরিয়েও প্রতিবাদ জানাচ্ছেন ভারতের ফুটবলাররা। সোমবার নেপালের ললিতপুরেও অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও নেপাল। গোল করেন বাংলার ছেলে মনিরুল মোল্লা। তার পরই জার্সি খুলে সেলিব্রেট করেন তিনি। সেখানেও ছিল আর জি করের ঘটনার প্রেক্ষিতে ‘জাস্টিস’-এর দাবি। 

ফুটবল মাঠে প্রতিবাদের ধারা অব্যাহত রাখল মঙ্গলবারের ইস্টবেঙ্গল। মঙ্গলবার রেনবো এসির বিরুদ্ধে মাঠে নেমেছিল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের শুরু থেকেই নজর কেড়েছিল সমর্থকদের আনা বিশাল ব্যানার। গ্যালারির একটা বড় অংশ জুড়ে ছিল 'তোমার শহর, আমার শহর, পাশে আছি আর জি কর' ব্যানার। ম্যাচের প্রথম ৭৫ মিনিট গোলশূন্য ছিল। ৭৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সঞ্জীব ঘোষ। তার পরেই গ্যালারির দিকে ছুটে এসে 'উই ওয়ান্ট জাস্টিস ফর আর জি কর' লেখা জার্সি তুলে ধরেন লাল-হলুদ ফুটবলাররা। একই পদক্ষেপ করে রেনবোও। সবমিলিয়ে, আর জি কর কাণ্ডে বিচার চেয়ে এভাবেই সরব রইল ফুটবলের মাঠ।  

[আরও পড়ুন: কোয়ার্টার ফাইনাল খেলতে বুধবার জামশেদপুরে মোহনবাগান, দলের সঙ্গে যাচ্ছেন জেমিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব কলকাতা। যার আঁচ পড়েছে খেলার মাঠেও।
  • মঙ্গলবার রেনবো এসির বিরুদ্ধে মাঠে নেমেছিল লাল হলুদ ব্রিগেড।
  • ম্যাচের শুরু থেকেই নজর কেড়েছিল সমর্থকদের আনা বিশাল ব্যানার। গ্যালারির একটা বড় অংশ জুড়ে ছিল 'তোমার শহর, আমার শহর, পাশে আছি আর জি কর' ব্যানার।
Advertisement