shono
Advertisement

নাম, বয়স ভাঁড়িয়ে ৪ বছর নির্বাসিত ইস্টবেঙ্গলের ফুটবলার, শাস্তির মুখে ক্লাবও

অনূর্ধ-১৭ লিগে ডার্বি ম্যাচের পরই নাম, বয়স ভাঁড়ানোর অভিযোগ ওঠে লাল হলুদ ফুটবলারের বিরুদ্ধে।
Posted: 11:36 AM Jan 12, 2024Updated: 11:36 AM Jan 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিযোগ শুধু বয়স ভাঁড়ানোর ছিল না। ছিল নাম ভাঁড়ানো নিয়েও। আর তাতেই ইস্টবেঙ্গলের (East Bengal) অনূর্ধ-১৭ ফুটবলার অনিকেত করকে ৪ বছরের জন্য নির্বাসনে পাঠাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। একই সঙ্গে শাস্তি দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকেও। ভুল ফুটবলার খেলানোর জন্য ৬০ হাজার টাকা জরিমানা সহ শাস্তিস্বরূপ তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

Advertisement

সমস্যা তৈরি হয় এবারের অনূর্ধ-১৭ লিগে ডার্বি ম্যাচের পরই। ইস্টবেঙ্গলের যুব ফুটবলারদের কাছে ৪ গোলে হারার পরেই লাল-হলুদের ফুটবলার অনিকেত করের বিরুদ্ধে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানায় মোহনবাগান। ডার্বিতে না খেললেও ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চে ছিলেন অনিকেত। টিম লিস্টে তাঁর নাম দেখে চমকে যান মোহনবাগান কর্তারা। কারণ, ৬ বছর আগে মোহনবাগানের অনূর্ধ-১৩ দলের হয়ে খেলেছিলেন অনিকেত। তাহলে ৬ বছর পর তিনি অনূর্ধ-১৭ দলে খেলেন কী করে? এখানেই শেষ নয়। এই অনিকেত কর যখন মোহনবাগানে খেলেছিলেন, তখন তাঁর নাম ছিল, অনীক কর। একে তো বয়স বেশি। তার উপর নাম বদল! সঙ্গে সঙ্গে ফুটবলারটির সম্পর্কে যাবতীয় নথি সহ ফেডারেশনের কাছে অভিযোগ জানায় মোহনবাগান।

[আরও পড়ুন: কনকনে ঠাণ্ডায় হাত মোজা পরে বল করার অনুরোধ রোহিতদের, কী বললেন আম্পায়ার?]

মোহনবাগানের বিরুদ্ধে না খেলে বেঞ্চে থাকলেও, লিগের প্রথম ম্যাচে মহামেডানের বিরুদ্ধে অনিকেতকে খেলায় ইস্টবেঙ্গল। আর তাতেই সমস্যা আরও বেড়েছে। ফেডারেশনের তদন্তে প্রমাণিত হয়ে গিয়েছে, নিজের বয়স এবং নাম দুটোই ভাঁড়িয়েছেন অনিকেত। কারণ, তাঁর সম্পর্কে ফেডারেশনে অভিযোগ জমা হওয়ার পর, ফুটবলারটি নিজেই ইস্টবেঙ্গল কর্তাদের লিখিত জানান, ক্লাবের কোনও দোষ নেই। তিনি নিজেই বয়স এবং নাম নিয়ে ভুল সার্টিফিকেট ক্লাবে জমা দিয়েছেন। ফুটবলারটির স্বীকারোক্তি লিখিত পাওয়ার সঙ্গে সঙ্গে তা ফেডারেশনে পাঠিয়ে দেওয়া হয়। তাতেও ফুটবলারটি পাশাপাশি শাস্তি এড়াতে পারেনি ইস্টবেঙ্গল ক্লাবও। ফুটবলারটি চার বছরের জন্য নির্বাসিত হলেও, ইস্টবেঙ্গলকে জরিমানা করা হয়েছে ৬০ হাজার টাকা। সঙ্গে মোট পয়েন্ট থেকে কেটে নেওয়া হয়েছে তিন পয়েন্ট।

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে বাকি ১১ দিন, আজ থেকেই ‘কঠোর সংযম’ শুরু মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement