স্টাফ রিপোর্টার: ট্র্যাজিক বিদায়!
ডো ডং হিউনের ইস্টবেঙ্গল ছাড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো এই কথাটিই বলা যায়৷
চুপচাপ গত মরশুমে এই কোরিয়ান ফুটবলারটিকে দলে নেয় ইস্টবেঙ্গল৷ প্রথম আইএসএল-এ নর্থ-ইস্ট ইউনাইটেডে ডংয়ের খেলা দেখেই তাঁকে ইস্টবেঙ্গলে আনার উদ্যোগ নেন ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আলভিটো ডি’কুনহা৷ প্রথম আইএসএল-এ আটটি ম্যাচ খেললেও গোল পাননি ডং৷ তার আগের দুই মরশুমে এফসি গিফু ও ব্রিসবেন রোয়ারের হয়ে খেলেছিলেন মোট আটটি ম্যাচ৷ সেখানেও গোলের খাতা খুলতে পারেননি তিনি৷ আর তাই সই পরবর্তী পর্বেই শুরু হয় বিতর্ক৷ কিন্তু সব সমালোচনাকে ইনসাইড-আউটসাইড ডজ করে মাঠের বাইরে ফেলে দেন বছর একুশের ডং৷
কলকাতা লিগে ১২টি গোল করে হন সর্বোচ্চ গোলদাতা৷ মোহনবাগান ও মহামেডান দুই বড় ম্যাচেই জোড়া গোল করেন তিনি৷ সেই শুরু৷ ইস্টবেঙ্গল জনতার নয়নের মণি হয়ে যান ডং৷ বাংলাদেশে গিয়ে চোট পান৷ তারপর থেকেই আস্তে আস্তে পড়তে থাকে তাঁর পারফরম্যান্স গ্রাফ৷ আই লিগে বসতে হয় বেঞ্চে৷ তবে শিলিগুড়ির বড় ম্যাচে আবার নায়ক হন ডং৷ ফের জোড়া গোল৷ কিন্তু চলতি মরশুমের শুরুতে মরগ্যান স্পষ্ট করে দেন তাঁর ভবিষ্যৎ৷ অবশেষে পর্দা পড়ল ডং নাটকে-এর৷ সোমবার ফুটবল সচিব ও অন্যতম শীর্ষকর্তা ডং ও তাঁর এজেন্টকে ডেকে সেরে নেন গোল্ডেন হ্যান্ডশেক৷ মঙ্গলবার তাঁকে সরকারিভাবে বিদায় জানাচ্ছেন সচিব কল্যাণ মজুমদার৷
একটি সূত্রের খবর, ডংয়ের সঙ্গে কথা অনেকদূর এগিয়েছে শিবাজিয়ন্সের৷ তবে ইস্টবেঙ্গল পর্ব মিটলেও ডং নাটকের আরও কিছু অ্যান্টি ক্লাইম্যাক্স বাকি বলে শোনা যাচ্ছে৷
The post আজই ইস্টবেঙ্গল থেকে ডংয়ের ‘ট্র্যাজিক বিদায়’ appeared first on Sangbad Pratidin.