স্টাফ রিপোর্টার: আই লিগে টানা দুটো ম্যাচে জয় পেয়ে ইস্টবেঙ্গলে যেন হঠাৎই বসন্ত। আর জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া মারিও রিভেরার সামনে এ বার চার্চিল ব্রাদার্স। আগামী শনিবার যে হোম ম্যাচ যুবভারতীতে খেলতে চলেছে লাল হলুদ।
ট্রাউয়ের বিরুদ্ধে বিধ্বংসী ৪-২ জয় পাওয়ার পর এ দিন দুপুরে সকালে কলকাতায় ফিরল ইস্টবেঙ্গল। আর দুপুরেই ফুটবলারদের অনুশীলনে নামালেন মারিও। ট্রাউ ম্যাচ জিতলেও কোচের চিন্তা থেকে যাচ্ছে দুর্বল রক্ষণ নিয়ে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা তারকা ডিফেন্ডার জনি অ্যাকোস্টাও আগামী সপ্তাহের আগে আসতে পারবেন কিনা সেই ব্যাপারেও প্রশ্ন থেকেই যাচ্ছে। ডিফেন্স নিয়ে টেনশনের চোরাস্রোতের মধ্যেও কোচকে স্বস্তি দিচ্ছেন ভিক্টর পেরেজ। ট্রাউয়ের বিরুদ্ধে ক্রোমার পরিবর্তে নেমে অভিষেকেই যিনি নজর কাড়লেন। স্প্যানিশ তারকা নিয়ে উচ্ছ্বসিত মারিও বললেন, ‘‘ট্রাউ ম্যাচে পেরেজ দারুণ খেলেছে। ও নামার পরেই ম্যাচের ছবি পালটায়। ’’
[ আরও পড়ুন: পিছিয়ে থেকেও অ্যাওয়ে ম্যাচে বড় জয়, ছন্দে ফিরছে ইস্টবেঙ্গল ]
ট্রাউকে হারানোর পর দল আরও আত্মবিশ্বাস পেয়েছে, মানছেন মারিও। যিনি বললেন, ‘‘আমাদের লক্ষ্য টেবলের যতটা উপরে সম্ভব শেষ করা। ট্রাউয়ের বিরুদ্ধে আমরা খুব ভাল খেলেছি। প্রথমে পিছিয়ে পড়েও হাল ছাড়িনি। পরের ম্যাচগুলোতেও এই ফর্মই ধরে রাখতে হবে। আসলে আই লিগ মানে এমন একটা টুর্নামেন্ট, যেখানে প্রতিটি দলই শক্তিশালী। আর তাই জিততে হলে প্রতিটা ম্যাচে নিজেদের সেরাটা দিতেই হবে।’’
[ আরও পড়ুন: কোথায় বসছে আইএসএলের ফাইনালের আসর? জানিয়ে দিলেন নীতা আম্বানি ]
The post চার্চিলের বিরুদ্ধে যুবভারতীতে খেলবে ইস্টবেঙ্গল, নয়া বিদেশিতে মুগ্ধ কোচ মারিও appeared first on Sangbad Pratidin.