সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাপটের সঙ্গে অপরাজিত থেকে কলকাতা হকি লিগে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। শনিবার, ১৬ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যালকাটা কাস্টমস ক্লাবকে ৫-২ গোলে হারিয়ে অপরাজিত থেকেই এই ট্রফি জিতে নিল লাল-হলুদ।
১৯৬০ সালে হকি লিগে ইস্টবেঙ্গল প্রথম চ্যাম্পিয়ন হয়। সেবারও অপরাজিত থেকেই ট্রফি জিতেছিল লাল-হলুদ। এবারও দীর্ঘ ৬৪ বছর পর ফের একই ঘটনা সামনে এল। এই নিয়ে মোট ১১ বার চ্যাম্পিয়ন হল তারা। রানার্স হয়েছে ১৬ বার।
[আরও পড়ুন: ‘আমাদের সম্পর্ক আগের মতোই ভালো’, কেন নেটিজেনদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন চাহালের স্ত্রী?]
২০২২ সালে কোচ যুগরাজ আবার ভারতের বেশ কিছু নামী খেলোয়াড়দের দলে নেন। তাঁদের বিকাশ দাহিয়া, প্রদীপ সিং মোর, অনুপ বাল্মীকি, যুবরাজ বাল্মীকি, মনপ্রীত, অজিত কুমার পাণ্ডে, রৌশন কুমার। সেবার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়।
গত মরশুমে ভালো খেললেও ইস্টবেঙ্গলের ঘরে ট্রফি আসেনি। এবারও লাল-হলুদ কর্তারা সই করায় বেশ কয়েক জন আন্তর্জাতিক খেলোয়াড়কে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অনুপ বাল্মীকি, বিকাশ দাহিয়া, পরদীপ মোর, গুরিন্দর সিংহ, বিশাল সিং। এর ফল হাতেনাতে।