shono
Advertisement

যাত্রী স্বার্থে নয়া উদ্যোগ, বালিগঞ্জ-বজবজ শাখায় নতুন লাইন চালু করছে রেল

বৃহস্পতিবার নতুন রুট পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি The post যাত্রী স্বার্থে নয়া উদ্যোগ, বালিগঞ্জ-বজবজ শাখায় নতুন লাইন চালু করছে রেল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:29 PM Aug 29, 2019Updated: 09:29 PM Aug 29, 2019

সুব্রত বিশ্বাস: বালিগঞ্জ-বজবজ শাখার ট্রেন চলাচলে গতি আনতে পণ্যবাহী লাইনকে যাত্রীবাহী ট্রেন চলাচলের যোগ্য করা হল। বৃহস্পতিবার লেক গার্ডেন্স-নিউ আলিপুর-মাঝেরহাটে রুটে থাকা ওই লাইনটি পর্যবেক্ষণ করেন পূর্বাঞ্চলের কমিশনার অফ রেলওয়ে সেফটি।

Advertisement

[আরও পড়ুন: ‘দেবশ্রীতে আপত্তি নেই’, জল্পনা জিইয়ে রেখে মন্তব্য দিলীপের]

জানা গিয়েছে, রেল বোর্ড থেকে সবুজ সংকেত মিললে ওই লাইন দিয়ে চলবে যাত্রীবাহী ট্রেন। নতুন এই লাইন যাত্রীবাহী ট্রেন চলাচলের যোগ্য করে তোলার পাশাপাশি টালিগঞ্জে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সেই প্ল্যাটফর্মের পরিকাঠামোও খতিয়ে দেখেন সিআরএস।

এমনিতে বালিগঞ্জ-বজবজের মধ্যে দৈনিক ২৭টি আপ ও ২৮টি ডাউন ট্রেন চলে। টালিগঞ্জে এতকাল একটি প্ল্যাটফর্ম থাকায় যাত্রীদের প্রচুর অসুবিধা হত। কারণ নিউ আলিপুর থেকে বালিগঞ্জের দিকে ট্রেন আসার সময় একটি স্টেশন থাকায় আপ ট্রেনগুলিকে লেক গার্ডেন্সে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হত। তবে এবার থেকে আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। ফলে সময় সাশ্রয় হবে। বাড়বে ট্রেনের সময়ানুবর্তিতাও।

[আরও পড়ুন: ৮ বছর পর কাটল জট, জ্যোতি বসুর নামে গবেষণাগার তৈরির জমি হস্তান্তর বামেদের]

The post যাত্রী স্বার্থে নয়া উদ্যোগ, বালিগঞ্জ-বজবজ শাখায় নতুন লাইন চালু করছে রেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement