সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাশবিক নির্যাতনের শিকার হলেন একজন জুনিয়র ডাক্তার। এবারে মধ্যপ্রদেশে ধর্ষিতা হয়েছেন বছর পঁচিশের জুনিয়র চিকিৎসক! গোয়ালিয়র মেডিক্যাল কলেজের একটি পরিত্যক্ত হস্টেলে সহকর্মীর হাতে নির্যাতিতা হন ওই তরুণী। অভিযোগ পেয়ে সমবয়সি ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ আধিকারিক অশোক জাদোন জানান, রবিবার সহকর্মী চিকিৎসকের হাতে ধর্ষিতা হয়েছেন ওই তরুণী! মেডিক্যাল কলেজের পরিত্যক্ত হস্টেলে তাঁকে দেখা করতে বলেছিলেন অভিযুক্ত। সেখানে পৌঁছাতেই তরুণীর উপর চড়াও হন সহকর্মী। এরপর হুমকি দিয়ে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
ঘটনার পর নির্যাতিতা কাম্পু থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তে নেমে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ওই জুনিয়র চিকিৎসককে। এদিকে মেডিক্যাল কলেজের পরিত্যক্ত হস্টেলে জুনিয়র ডাক্তারের ধর্ষিতা হওয়ার ঘটনা চাউর হতেই চাঞ্চল্য তৈরি হয়েছে। অস্বস্তিতে পড়েছে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।