shono
Advertisement

রেস্তোরাঁ থেকে মোবাইল বিল, বাড়ছে সবকিছুরই দাম

বাড়তে চলেছে ইন্টারনেট, বেড়ানো এবং রেস্তোরাঁতে খাওয়ার খরচ৷ আগামী ১ জুন থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম৷
Posted: 07:58 PM May 28, 2016Updated: 03:59 PM May 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূল্যবৃদ্ধির দৌলতে প্রতিদিন দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে ফলমূল, আনাজপাতি সব কিছুরই৷ বাজার গেলে ক’টা টাকা বাড়িতে ফিরিয়ে আনা যাবে তা নিয়ে চিন্তিত দেশের আম-আদমি৷ এর মধ্যেই গোদের উপর বিষফোঁড়া, বাড়তে চলেছে ইন্টারনেট, বেড়ানো এবং রেস্তোরাঁতে খাওয়ার খরচ৷ আগামী ১ জুন থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম৷

Advertisement

আগামী ১ জুন থেকে কার্যকর হবে কৃষি কল্যাণ কর৷ গত সাধারণ বাজেটে এই নতুন কর চালু করার প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ এরফলে এবার থেকে ০.৫ শতাংশ হারে কর বসাতে চলেছে কেন্দ্র৷ ফলে ইন্টারনেট থেকে মোবাইল বিল, বেড়ানো থেকে স্পা ট্রিটমেন্ট, ব্যাঙ্কের লেনদেন থেকে রেস্তোঁরায় খাওয়া, বাড়তে চলেছে সবেরই খরচ৷ এই নতুন চালু হওয়া করের দৌলতে আগামী মাস থেকে পরিষেবা কর মোট ১৪.৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ১৫ শতাংশে৷ ধরুন, আপনি কোন এসি রেস্তোরাঁয় খেতে গিয়েছেন, তখন আপনার মোট বিলের উপর ১৪ শতাংশ পরিষেবা কর নেয় কেন্দ্রীয় সরকার৷ এর সঙ্গে যুক্ত হয় ০.৫ শতাংশ হারে স্বচ্ছ ভারত কর৷ তার মানে এতদিন আপনি মোট ১৪.৫ শতাংশ পরিষেবা কর দিতেন৷ এবার থেকে সেই করের হার, কৃষি কল্যাণ করের দৌলতে আরও ০.৫ শতাংশ বাড়বে৷

তাই যদি ভেবে থাকেন আদরের জামাইকে জামাইষষ্ঠীতে রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে যাবেন তবে প্রস্তুত হন, পকেটে আগুন লাগল বলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement