সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০০ টাকার বেশি কোনও রাজনৈতিক দলগুলিকে বেনামে অনুদান দেওয়া যাবে না৷ নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে কড়া আইন চাইল কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ কেন্দ্রের কাছে কমিশনের আর্জি, রাজনৈতিক দলগুলিকে ২০০০ টাকার বেশি বেনামী অনুদান দেওয়া রুখতে আইন আনা হোক৷ যদিও ভারতীয় সংবিধানে রাজনতিক দলগুলিকে বেনামী অনুদান সংক্রান্ত কোনও আইন এখনও লাগু নেই৷ তবে ১৯৫১-র রিপ্রেজেন্টেটেশন অফ দ্য পিপল অ্যাক্ট-এর ২৯সি ধারা অনুযায়ী একটি পরোক্ষ আংশিক নিষেধাজ্ঞা রয়েছে৷ কিন্তু সেই নিষেধাজ্ঞা রয়েছে ২০ হাজার টাকার বেশি অনুদানের উপর৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের কাছে নির্বাচন কমিশনের সুপারিশ, লোকসভা ও বিধানসভা নির্বাচনে শুধুমাত্র জয়ী দলগুলিকেই আয়করে ছাড় দেওয়া হোক৷
নির্বাচন কমিশনের সুপারিশ, রাজনীতিতে কালো টাকার রমরমা রুখতে ২০০০ টাকার বেশি বেনামী অনুদানের উপরে লাগু হোক নিষেধাজ্ঞা৷ শুক্রবারই কেন্দ্রের অর্থসচিব অশোক লাভাসা ও রাজস্বসচিব স্পষ্ট করেন, যেহেতু কর মেটাতে হয় না, তাই কোনও রাজনৈতিক দলকেই আয়কর আইনের আওতায় পড়তে হয় না৷ অর্থাত্ কেউ পুরনো নোট কোনও রাজনৈতিক পার্টির অ্যাকাউন্টে জমা দিলে টাকার উৎস কেউ জানতে পারবেন না৷ যদিও, অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, রাজনৈতিক দলকে আলাদা কোনও ছাড় দেওয়া হয়নি৷ তারা আগে থেকেই আয়করের বাইরে৷ অন্যদের মতো রাজনৈতিক দলও ৮ নভেম্বরের পর ৫০০ ও ১০০০ টাকার নোটে চাঁদা নিতে পারবে না৷ তবে তার আগের টাকা থাকলে ৩০ ডিসেম্বরের মধ্যে সেটা জমা দেওয়া যাবে৷ কোথাও কোনও সন্দেহ দেখা দিলে তাদেরকেও প্রশ্নের মুখে পড়তে হবে৷
The post ২০০০ টাকার বেশি বেনামী অনুদানে নিষেধাজ্ঞা চায় নির্বাচন কমিশন appeared first on Sangbad Pratidin.