shono
Advertisement

Breaking News

২০০০ টাকার বেশি বেনামী অনুদানে নিষেধাজ্ঞা চায় নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের এই সুপারিশের সঙ্গে আপনি কি একমত? The post ২০০০ টাকার বেশি বেনামী অনুদানে নিষেধাজ্ঞা চায় নির্বাচন কমিশন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:09 PM Dec 18, 2016Updated: 03:39 PM Dec 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০০ টাকার বেশি কোনও রাজনৈতিক দলগুলিকে বেনামে অনুদান দেওয়া যাবে না৷ নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে কড়া আইন চাইল কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ কেন্দ্রের কাছে কমিশনের আর্জি, রাজনৈতিক দলগুলিকে ২০০০ টাকার বেশি বেনামী অনুদান দেওয়া রুখতে আইন আনা হোক৷ যদিও ভারতীয় সংবিধানে রাজনতিক দলগুলিকে বেনামী অনুদান সংক্রান্ত কোনও আইন এখনও লাগু নেই৷ তবে ১৯৫১-র রিপ্রেজেন্টেটেশন অফ দ্য পিপল অ্যাক্ট-এর ২৯সি ধারা অনুযায়ী একটি পরোক্ষ আংশিক নিষেধাজ্ঞা রয়েছে৷ কিন্তু সেই নিষেধাজ্ঞা রয়েছে ২০ হাজার টাকার বেশি অনুদানের উপর৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের কাছে নির্বাচন কমিশনের সুপারিশ, লোকসভা ও বিধানসভা নির্বাচনে শুধুমাত্র জয়ী দলগুলিকেই আয়করে ছাড় দেওয়া হোক৷

Advertisement

নির্বাচন কমিশনের সুপারিশ, রাজনীতিতে কালো টাকার রমরমা রুখতে ২০০০ টাকার বেশি বেনামী অনুদানের উপরে লাগু হোক নিষেধাজ্ঞা৷ শুক্রবারই কেন্দ্রের অর্থসচিব অশোক লাভাসা ও রাজস্বসচিব স্পষ্ট করেন, যেহেতু কর মেটাতে হয় না, তাই কোনও রাজনৈতিক দলকেই আয়কর আইনের আওতায় পড়তে হয় না৷ অর্থাত্‍ কেউ পুরনো নোট কোনও রাজনৈতিক পার্টির অ্যাকাউন্টে জমা দিলে টাকার উৎস কেউ জানতে পারবেন না৷ যদিও, অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, রাজনৈতিক দলকে আলাদা কোনও ছাড় দেওয়া হয়নি৷ তারা আগে থেকেই আয়করের বাইরে৷ অন্যদের মতো রাজনৈতিক দলও ৮ নভেম্বরের পর ৫০০ ও ১০০০ টাকার নোটে চাঁদা নিতে পারবে না৷ তবে তার আগের টাকা থাকলে ৩০ ডিসেম্বরের মধ্যে সেটা জমা দেওয়া যাবে৷ কোথাও কোনও সন্দেহ দেখা দিলে তাদেরকেও প্রশ্নের মুখে পড়তে হবে৷

The post ২০০০ টাকার বেশি বেনামী অনুদানে নিষেধাজ্ঞা চায় নির্বাচন কমিশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement