shono
Advertisement

ভোট চাইতে ধর্মের ব্যবহার নয়, কড়া নির্দেশ কমিশনের

দেশের রাজনৈতিক স্বাস্থ্যের পক্ষে তা মঙ্গলজনক বলেই মত বিশেষজ্ঞদের৷ The post ভোট চাইতে ধর্মের ব্যবহার নয়, কড়া নির্দেশ কমিশনের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:22 PM Jan 11, 2017Updated: 01:52 PM Jan 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই পাঁচ রাজ্যের নির্বাচন৷ ভোটের হাওয়া গরম করতে নেতারা যাতে ধর্ম নিয়ে মন্তব্য না করেন, সে বিষয়ে সতর্কতা জারি করল নির্বাচন কমিশন৷ সাফ জানিয়ে দেওয়া হল, কোনও ধর্মভিত্তিক মন্তব্য করলে কড়া ব্যবস্থা নেবে কমিশন৷

Advertisement

ধর্ম, জাতির নামে ভোট চাওয়া নিষিদ্ধ করেছিল দেশের সর্বোচ্চ আদালত৷ জানিয়ে দেওয়া হয়েছিল নির্বাচন একটি ধর্মনিরপেক্ষ প্রক্রিয়া৷ সেখানে ধর্ম ও জাতির নামে প্রভাবিত করা অপরাধ বলেই পরিগণিত হবে৷ সর্বোচ্চ আদালতের এই মতকেই মান্যতা দিচ্ছে নির্বাচন কমিশন৷ সাফ জানানো হয়েছে, ভোটের প্রচারে রাজনৈতিক মন্তব্য করতে পারবেন না নেতারা৷ যদি তা করে থাকেন, তাহলে কমিশনও চুপচাপ বসে থাকবে না৷ অভিযোগ পেলেই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

(১৫ জানুয়ারি থেকে কি বন্ধ হয়ে যাচ্ছে Paytm?)

এর আগে একই ধরনের মন্তব্য করে বিপাকে পড়েছিলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ৷ কমিশন তাঁকে তলব করেছে৷ কেন এ ধরনের মন্তব্য করেছিলেন তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে৷

(নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন)

এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সতর্ক হয়েছে কমিশন৷ আর তাই নয়া নির্দেশিকা৷ বস্তুত রাজনীতি থেকে ধর্মকে সরিয়ে রাখতে যে উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট, তাই যেন বাস্তবায়ন করতে চলেছে নির্বাচন কমিশন৷ দেশের রাজনৈতিক স্বাস্থ্যের পক্ষে তা মঙ্গলজনক বলেই মত বিশেষজ্ঞদের৷

(খাবার নেই, খোদ রাজনাথকেই চিঠি আর এক জওয়ানের)

(খোঁজ মিলছে না প্রতিবাদী জওয়ানের, আতঙ্কে পরিবার)

 

The post ভোট চাইতে ধর্মের ব্যবহার নয়, কড়া নির্দেশ কমিশনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement