shono
Advertisement

Breaking News

শাহজান মামলায় ফের আদালতের দ্বারস্থ ইডি, ‘এখনই শুনানি নয়’, জানাল হাই কোর্ট

কলকাতা হাই কোর্টে দ্রুত এই মামলার শুনানির আর্জি জানায় ইডি।
Posted: 01:36 PM Feb 20, 2024Updated: 01:39 PM Feb 20, 2024

গোবিন্দ রায়: শেখ শাহজানের গ্রেপ্তারি নিয়ে ফের আদালতের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা হাই কোর্টে দ্রুত এই মামলার শুনানির আর্জি জানায় ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন খারিজ করে প্রধান বিচারপতি মন্তব্য করেন, এখনই শুনানি নয়।  

Advertisement

কয়েকদিন আগেই শেখ শাহজাহানের গ্রেপ্তারির প্রশ্নে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাফ বলেছিলেন, শাহজাহানের বিরুদ্ধে ইডি অভিযোগ দায়ের করেছে। তাহলে ইডি কেন তাঁকে গ্রেপ্তার করেনি? এই পরিস্থিতিতে মঙ্গলবার শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে ফের আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে ইডির তরফে বলা হয়, আদালতের নির্দেশের জন্য SIT গঠন হয়নি। ন্যাজট থানা আদালতের নির্দেশে কাজ বন্ধ রেখেছে। ইডি কাজ করছে না বলে অভিযোগ আসছে। আসল অপরাধী ঘুরে বেড়াচ্ছে। একই সঙ্গে আগামী ছয় মার্চের আগে শাহজাহান মামলার শুনানির আর্জি জানানো হয়। কিন্তু প্রধান বিচারপতির মন্তব্য, “আরও নয় দিন অপেক্ষা করুন, এখনই শুনানি নয়।” 

[আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ডে পুলিশকে ভর্ৎসনা প্রধান বিচারপতির, এবার শাহজাহানকে হাই কোর্টে তলব?]

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই এলাকার মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে আছে সন্দেশখালি এলাকা। বারবার শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরার মতো দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাদের বিরদ্ধে উঠেছে নারী নির্যাতনের অভিযোগ আনা হচ্ছে। সন্দেশখালির একাধিক জায়গায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে কেউ ঢুকতে পারছেন না। প্রসঙ্গত, মঙ্গলবার আদালতের অনুমতি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেত্রী বৃন্দা কারাট সন্দেশখালি গিয়েছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement